ঢাকা ০৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জৈন্তাপুরে চিকনাগুল ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের আনন্দ মিছিল অনুষ্ঠিত

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৬:৫৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৯ পড়া হয়েছে
১৯

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জৈন্তাপুর উপজেলা শাখার অন্তর্ভুক্ত ৬ নম্বর চিকনাগুল ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির উদ্যোগে এক আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে চিকনাগুল বাজার এলাকা গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে আল মাসিম মার্কেট সম্মুখে পথসভায় মিলিত হ। এসময়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় দলীয় সমর্থকেরা অংশ নেন।

 

মিছিলের নেতৃত্বে ছিলেন ইউনিয়ন শাখার সভাপতি মো. আজমত আলী এবং সাধারণ সম্পাদক লুৎফুর রহমান। পুরো আয়োজনটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক লুৎফুর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান, যিনি বক্তব্যে বলেন-মুক্তিযোদ্ধা দলের কর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সর্বদা ঐক্যবদ্ধ থাকবে।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম (শেনাজ), সহ-সভাপতি মাহমুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন আহমেদ, চিকনাগুল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তেরা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নোমান আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সোহেল রিমন এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক সাহেদ আহমেদ।

 

বক্তারা বলেন, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী এবং তারা সবসময় গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তারা আরও বলেন, বিএনপির নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনে মুক্তিযোদ্ধারা অতীতের মতো ভবিষ্যতেও সামনের সারিতে থেকে কাজ করবে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. শফিক মিয়া, সহ-সভাপতি মো. মকবুল আলী (ছড়া), ছমসু মিয়া, আরমান আলী তালুকদার, মো. ছামাদ মিয়া, মো. মুহিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাসির আলী, মো. জামাল উদ্দিন, মো. নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন ও মো. জালাল উদ্দিন, দপ্তর সম্পাদক নাইম আহমেদ, প্রচার সম্পাদক আলমগীরসহ ইউনিয়নের নেতৃবৃন্দ ও নবগঠিত কমিটির সদস্যরা।

 

পথসভায় অংশগ্রহণকারীরা দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন। উপস্থিত সবাই মুক্তিযোদ্ধা দলের নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

শেষ মুহূর্তে বক্তারা জোর দিয়ে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় মুক্তিযোদ্ধারা সর্বদা দৃঢ় অবস্থানে থাকবে, কারণ এ দেশ ও গণতন্ত্রের রক্ষক হচ্ছে জনগণ ও মুক্তিযোদ্ধারা একসাথে।

 

চিকনাগুল ইউনিয়নের নবগঠিত মুক্তিযোদ্ধা দলীয় কমিটির এই প্রাণবন্ত মিছিল ও পথসভা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়-এটি ছিল মুক্তিযোদ্ধাদের অঙ্গীকার নবায়নের এক দৃঢ় ঘোষণা। তারা বিশ্বাস করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের আলোয় একদিন বাংলাদেশে গণতন্ত্র আবারও পূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

সিলেট জেলা অটোটেম্পু-অটোরিক্সা চালক শ্রমিক জোটের নির্বাচন সম্পন্ন সভাপতি মতছির আলী, সাধারণ সম্পাদক শাহীনুর রহমান

Follow for More!

জৈন্তাপুরে চিকনাগুল ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের আনন্দ মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:৫৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
১৯

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জৈন্তাপুর উপজেলা শাখার অন্তর্ভুক্ত ৬ নম্বর চিকনাগুল ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির উদ্যোগে এক আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে চিকনাগুল বাজার এলাকা গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে আল মাসিম মার্কেট সম্মুখে পথসভায় মিলিত হ। এসময়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় দলীয় সমর্থকেরা অংশ নেন।

 

মিছিলের নেতৃত্বে ছিলেন ইউনিয়ন শাখার সভাপতি মো. আজমত আলী এবং সাধারণ সম্পাদক লুৎফুর রহমান। পুরো আয়োজনটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক লুৎফুর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান, যিনি বক্তব্যে বলেন-মুক্তিযোদ্ধা দলের কর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সর্বদা ঐক্যবদ্ধ থাকবে।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম (শেনাজ), সহ-সভাপতি মাহমুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন আহমেদ, চিকনাগুল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তেরা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নোমান আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সোহেল রিমন এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক সাহেদ আহমেদ।

 

বক্তারা বলেন, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী এবং তারা সবসময় গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তারা আরও বলেন, বিএনপির নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনে মুক্তিযোদ্ধারা অতীতের মতো ভবিষ্যতেও সামনের সারিতে থেকে কাজ করবে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. শফিক মিয়া, সহ-সভাপতি মো. মকবুল আলী (ছড়া), ছমসু মিয়া, আরমান আলী তালুকদার, মো. ছামাদ মিয়া, মো. মুহিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাসির আলী, মো. জামাল উদ্দিন, মো. নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন ও মো. জালাল উদ্দিন, দপ্তর সম্পাদক নাইম আহমেদ, প্রচার সম্পাদক আলমগীরসহ ইউনিয়নের নেতৃবৃন্দ ও নবগঠিত কমিটির সদস্যরা।

 

পথসভায় অংশগ্রহণকারীরা দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন। উপস্থিত সবাই মুক্তিযোদ্ধা দলের নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

শেষ মুহূর্তে বক্তারা জোর দিয়ে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় মুক্তিযোদ্ধারা সর্বদা দৃঢ় অবস্থানে থাকবে, কারণ এ দেশ ও গণতন্ত্রের রক্ষক হচ্ছে জনগণ ও মুক্তিযোদ্ধারা একসাথে।

 

চিকনাগুল ইউনিয়নের নবগঠিত মুক্তিযোদ্ধা দলীয় কমিটির এই প্রাণবন্ত মিছিল ও পথসভা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়-এটি ছিল মুক্তিযোদ্ধাদের অঙ্গীকার নবায়নের এক দৃঢ় ঘোষণা। তারা বিশ্বাস করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের আলোয় একদিন বাংলাদেশে গণতন্ত্র আবারও পূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে।