ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যক্তিগত ভিডিও ফাঁস, ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে জৈন্তাপুরের কলেজছাত্রের মৃ ত্যু

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৬:৪২:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ২১ পড়া হয়েছে
১৮

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মতিউর রহমান (২১) নামের এক কলেজছাত্র। ব্যক্তিগত ভিডিও ফাঁস হওয়ায় মানসিক চাপে পড়ে তিনি এই পথ বেছে নেন বলে ধারণা পরিবারের।

 

বুধবার (২২ অক্টোবর) সকালে দক্ষিণ সুরমার পারাইরচক এলাকার রেললাইন থেকে মতিউরের বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

নিহত মতিউর রহমান জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানি ছড়া গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে। তিনি এমসি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং পাশাপাশি স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

 

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মতিউরের ঘনিষ্ঠ বন্ধু জালালের সঙ্গে তার কিছু ব্যক্তিগত ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পরিবারের সদস্যদের ধারণা, ভিডিওটি ছড়িয়ে পড়ায় অপমান ও লোকলজ্জার ভয়ে মতিউর আত্মহত্যার সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

 

তার বড় ভাই রিয়াজুল ইসলাম বলেন, ‘মতিউর আমাদের পরিবারের সবচেয়ে ছোট। খুব আদরের ছিল। ওর পরীক্ষা চলছিল। উপশহরের বোনের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।’

 

স্থানীয়দের মতে, মতিউর একজন মেধাবী, সুশৃঙ্খল ও ভদ্র ছাত্র ছিলেন। তার এমন পরিণতি মেনে নিতে পারছেন না কেউই। অনেকেই ধারণা করছেন, চরম মানসিক চাপে পড়ে তিনি হয়তো এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।

 

সিলেট রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

দলের জন্য হিফজুরের অবদান চিরস্বরনীয় হয়ে থাকবে : মিফতাহ সিদ্দিকী

Follow for More!

ব্যক্তিগত ভিডিও ফাঁস, ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে জৈন্তাপুরের কলেজছাত্রের মৃ ত্যু

প্রকাশিত: ০৬:৪২:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
১৮

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মতিউর রহমান (২১) নামের এক কলেজছাত্র। ব্যক্তিগত ভিডিও ফাঁস হওয়ায় মানসিক চাপে পড়ে তিনি এই পথ বেছে নেন বলে ধারণা পরিবারের।

 

বুধবার (২২ অক্টোবর) সকালে দক্ষিণ সুরমার পারাইরচক এলাকার রেললাইন থেকে মতিউরের বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

নিহত মতিউর রহমান জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানি ছড়া গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে। তিনি এমসি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং পাশাপাশি স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

 

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মতিউরের ঘনিষ্ঠ বন্ধু জালালের সঙ্গে তার কিছু ব্যক্তিগত ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পরিবারের সদস্যদের ধারণা, ভিডিওটি ছড়িয়ে পড়ায় অপমান ও লোকলজ্জার ভয়ে মতিউর আত্মহত্যার সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

 

তার বড় ভাই রিয়াজুল ইসলাম বলেন, ‘মতিউর আমাদের পরিবারের সবচেয়ে ছোট। খুব আদরের ছিল। ওর পরীক্ষা চলছিল। উপশহরের বোনের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।’

 

স্থানীয়দের মতে, মতিউর একজন মেধাবী, সুশৃঙ্খল ও ভদ্র ছাত্র ছিলেন। তার এমন পরিণতি মেনে নিতে পারছেন না কেউই। অনেকেই ধারণা করছেন, চরম মানসিক চাপে পড়ে তিনি হয়তো এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।

 

সিলেট রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।