ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জৈন্তাপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা ও হুমকি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৪:৫০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৯ পড়া হয়েছে
১৭

জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা:

জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের পাকড়ী গ্রামের প্রবাসী ইমরান আহমদের মালিকানাধীন জমি ও বসতবাড়ির রাস্তা স্থানীয় প্রভাবশালী নজরুল ইসলাম গং কর্তৃক জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে।

২১ অক্টোবর মঙ্গলবার দুপুরে জৈন্তাপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগের বিষয়ে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসীর ছোট ভাই মো: ফারুক আহমদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদি প্রবাসী ইমরান আহমেদ দীর্ঘদিন প্রবাসে অবস্থান করায় এই সুযোগে টেংরা গ্রামের খাতির আলীর পুত্র নজরুল ইসলাম

তাদের পারিবারিক চলাচলের রাস্তা জবরদখল করে বিল্ডিং ও বাথরুমের সেফটি ট্যাংক নির্মাণ করছেন।

স্থানীয়ভাবে একাধিকবার নিষেধ করলেও প্রতিপক্ষের লোকজন প্রাণনাশের হুমকি দিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

লিখিত বক্তব্যে তিনি জানান, জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের টেংরা মৌজার খতিয়ান নং-১৫, দাগ নং-১১৪, ১১৯ ও ১২০ মোট ২২.১৩ শতক জমি তাদের খরিদা সূত্রে মালিকানাধীন। কিন্তু স্থানীয় নজরুল ইসলাম গং জমির একটি অংশ দখল করে সেখানে বিল্ডিং ও বাথরুমের সেফটি ট্যাংক নির্মাণ করছে, ফলে পরিবারের বসতবাড়ির প্রবেশপথ বন্ধ হয়ে গেছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দীর্ঘদিন আইনি প্রক্রিয়া শেষ বিজ্ঞ আদালত জমির মালিকানা ইমরান আহমেদ ও তার পরিবারের পক্ষে রায় দেন। ফলে নজরুল ইসলাম গং নতুন করে জমি দখলের চেষ্টা করছে এবং চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। অবৈধভাবে স্থাপনা নির্মাণের প্রতিবাদ করায় পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করে তিনি বলেন আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছি।

তিনি জানান, ঘটনার বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জৈন্তাপুর উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে।

নজরুল ইসলাম জাল দলিল তৈরি করে অতীতেও আমাদের জমি জবরদখল করে তার লাঠিয়াল বাহিনী নিয়ে জোরপূর্বক বিল্ডিং নিমার্ণ কাজের চেষ্টা চালায়। জমি জবর দখল সহ নানা অপকর্মের বিরুদ্ধে এলাকার কেউ প্রতিবাদ করলে তার লাঠিয়াল বাহিনী হুমকি ও ভয়ভীতি দেখায়। নজরুল বাহিনীর দ্বারা হুমকিতে আমার পরিবার অনেকটা ভয় ও আতংকের মধ্যে আছেন।

বিজ্ঞ আদালতের রায়ের আলোকে আমাদের ভুমির সকল বাধা ও স্থাপনা অপসারণ পূর্বক আমাদেরকে জমির দখল হস্থান্তর করার জন্য আদেশ প্রদান করা হয়। জায়গার দখল ছেড়ে না দিয়ে নতুন করে বিরোধ সৃষ্টি করতে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ শুরু করে প্রতিপক্ষ। ফলে আমাদের চলাচলের রাস্তা বন্ধ হওয়ায় আমরা হাট-বাজার,মসজিদ-মাদ্রাসা ও স্কুল -কলেজে যাতায়াত করতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। প্রভাবশালী দখলবাজ নজরুল ইসলাম গং অবৈধভাবে জোরপূর্বক পেশী শক্তির দ্বারা জমিদখল করে বিল্ডিং নিমার্ণ কাজ চালিয়ে যাচ্ছে। তার অত্যাচার ও নির্যাতনে আমাদের পরিবার অনেকটা অসহায় অবস্থায় রয়েছেন। সরকারের নিকট আমার আকুল আবেদন, দরবস্ত টেংরা গ্রামে আমাদের মালিকানাধীন জমি উদ্বার ও ঘটনার বিষয়ে সরজমিনে তদন্ত করে দখলবাজ নজরুল ইসলামের অপকর্মের সত্যতা যাচাই করবেন। তুচ্ছ কিছু হলে নজরুল ইসলাম গং তার লাঠিয়াল বাহিনী নিয়ে আমাদের বসতবাড়িতে হামলা করার চেষ্টা করে।

ইমরান আহমেদ তার বক্তব্যে প্রশাসন ও সাংবাদিকদের প্রতি আহবান জানান, অবৈধ দখল ও নির্মাণ কাজ বন্ধে নিরীহ প্রবাসীর পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন । এসময় উপস্থিত ছিলেন প্রবাসীর পিতা মাহমুদ আলী, চাচা মো: আব্দুল্লাহ ও ইস্তিয়াক আহমদ।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

দলের জন্য হিফজুরের অবদান চিরস্বরনীয় হয়ে থাকবে : মিফতাহ সিদ্দিকী

Follow for More!

জৈন্তাপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা ও হুমকি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি

প্রকাশিত: ০৪:৫০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
১৭

জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা:

জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের পাকড়ী গ্রামের প্রবাসী ইমরান আহমদের মালিকানাধীন জমি ও বসতবাড়ির রাস্তা স্থানীয় প্রভাবশালী নজরুল ইসলাম গং কর্তৃক জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে।

২১ অক্টোবর মঙ্গলবার দুপুরে জৈন্তাপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগের বিষয়ে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসীর ছোট ভাই মো: ফারুক আহমদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদি প্রবাসী ইমরান আহমেদ দীর্ঘদিন প্রবাসে অবস্থান করায় এই সুযোগে টেংরা গ্রামের খাতির আলীর পুত্র নজরুল ইসলাম

তাদের পারিবারিক চলাচলের রাস্তা জবরদখল করে বিল্ডিং ও বাথরুমের সেফটি ট্যাংক নির্মাণ করছেন।

স্থানীয়ভাবে একাধিকবার নিষেধ করলেও প্রতিপক্ষের লোকজন প্রাণনাশের হুমকি দিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

লিখিত বক্তব্যে তিনি জানান, জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের টেংরা মৌজার খতিয়ান নং-১৫, দাগ নং-১১৪, ১১৯ ও ১২০ মোট ২২.১৩ শতক জমি তাদের খরিদা সূত্রে মালিকানাধীন। কিন্তু স্থানীয় নজরুল ইসলাম গং জমির একটি অংশ দখল করে সেখানে বিল্ডিং ও বাথরুমের সেফটি ট্যাংক নির্মাণ করছে, ফলে পরিবারের বসতবাড়ির প্রবেশপথ বন্ধ হয়ে গেছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দীর্ঘদিন আইনি প্রক্রিয়া শেষ বিজ্ঞ আদালত জমির মালিকানা ইমরান আহমেদ ও তার পরিবারের পক্ষে রায় দেন। ফলে নজরুল ইসলাম গং নতুন করে জমি দখলের চেষ্টা করছে এবং চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। অবৈধভাবে স্থাপনা নির্মাণের প্রতিবাদ করায় পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করে তিনি বলেন আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছি।

তিনি জানান, ঘটনার বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জৈন্তাপুর উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে।

নজরুল ইসলাম জাল দলিল তৈরি করে অতীতেও আমাদের জমি জবরদখল করে তার লাঠিয়াল বাহিনী নিয়ে জোরপূর্বক বিল্ডিং নিমার্ণ কাজের চেষ্টা চালায়। জমি জবর দখল সহ নানা অপকর্মের বিরুদ্ধে এলাকার কেউ প্রতিবাদ করলে তার লাঠিয়াল বাহিনী হুমকি ও ভয়ভীতি দেখায়। নজরুল বাহিনীর দ্বারা হুমকিতে আমার পরিবার অনেকটা ভয় ও আতংকের মধ্যে আছেন।

বিজ্ঞ আদালতের রায়ের আলোকে আমাদের ভুমির সকল বাধা ও স্থাপনা অপসারণ পূর্বক আমাদেরকে জমির দখল হস্থান্তর করার জন্য আদেশ প্রদান করা হয়। জায়গার দখল ছেড়ে না দিয়ে নতুন করে বিরোধ সৃষ্টি করতে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ শুরু করে প্রতিপক্ষ। ফলে আমাদের চলাচলের রাস্তা বন্ধ হওয়ায় আমরা হাট-বাজার,মসজিদ-মাদ্রাসা ও স্কুল -কলেজে যাতায়াত করতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। প্রভাবশালী দখলবাজ নজরুল ইসলাম গং অবৈধভাবে জোরপূর্বক পেশী শক্তির দ্বারা জমিদখল করে বিল্ডিং নিমার্ণ কাজ চালিয়ে যাচ্ছে। তার অত্যাচার ও নির্যাতনে আমাদের পরিবার অনেকটা অসহায় অবস্থায় রয়েছেন। সরকারের নিকট আমার আকুল আবেদন, দরবস্ত টেংরা গ্রামে আমাদের মালিকানাধীন জমি উদ্বার ও ঘটনার বিষয়ে সরজমিনে তদন্ত করে দখলবাজ নজরুল ইসলামের অপকর্মের সত্যতা যাচাই করবেন। তুচ্ছ কিছু হলে নজরুল ইসলাম গং তার লাঠিয়াল বাহিনী নিয়ে আমাদের বসতবাড়িতে হামলা করার চেষ্টা করে।

ইমরান আহমেদ তার বক্তব্যে প্রশাসন ও সাংবাদিকদের প্রতি আহবান জানান, অবৈধ দখল ও নির্মাণ কাজ বন্ধে নিরীহ প্রবাসীর পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন । এসময় উপস্থিত ছিলেন প্রবাসীর পিতা মাহমুদ আলী, চাচা মো: আব্দুল্লাহ ও ইস্তিয়াক আহমদ।