
যেখানে সিলেট শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষার পাশের হার ৫১ দশমিক ৪৬। সেখানে ৮৮ দশমিক ২১পারসেন্ট ফলাফল অর্জন করেছে দক্ষিণ সুরমা উপজেলার লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজ। ঈর্ষণীয় এই ফলাফল অর্জন করে সিলেটে উপজেলা পর্যায়ে বেস্ট অব দ্যা বেস্ট দের তালিকায় স্থান করে নিয়েছে এই কলেজটি।
কলেজের মোট ৪শ ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪শ ৪ জন উত্তীর্ণ হয়েছেন। মানবিক বিভাগ থেকে ৩২০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২টি এ+ সহ পাস করেছেন ২শ৭৯ জন। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৩৯ জন অংশগ্রহণ করে পাশ করেছেন ৩৭ জন। আর বিজ্ঞান বিভাগ থেকে ৯৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৮৮ জন। কলেজের গড় পাশের হার ৮৮.২১ পার্সেন্ট।
সিলেট শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, জকিগঞ্জ গোয়াইনঘাট কানাইঘাট জৈন্তাপুর কোম্পানীগঞ্জ বিশ্বনাথ বালাগঞ্জ বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার ২৭ টি কলেজের মধ্যে দক্ষিণ সুরমা উপজেলার লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজ সেরাদের সেরা স্থান দখল করেছে।
এই কলেজে অধ্যক্ষ আমিরুল আলম খান বলেন, সিলেট শিক্ষা বোর্ডের এই ফলাফল বিপর্যয়ের মধ্যেও তার কলেজ ঈর্ষণীয় এই ফলাফল অর্জন করেছে। এজন্য তিনি কলেজ শিক্ষকদের আন্তরিকতা এবং ছাত্রীদের অধ্যবসায়ের বিষয়টি উল্লেখ করেন। এই ধারা অব্যাহত রাখতে তিনি কলেজের প্রতিষ্ঠাতা সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরীর সহ প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি
Channel Jainta News 24 






















