
সিলেটের জকিগঞ্জ উপজেলার আলোচিত ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যাকাণ্ডে বড় অগ্রগতি হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশে ৪ দিনের রিমান্ড শেষে হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন নিহতের শ্যালক হানিফ উদ্দিন সুমন।
রবিবার (১৯ অক্টোবর) চার দিনের রিমান্ড শেষে সুমনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল মোমেন রিমান্ড শেষে দাখিলকৃত প্রতিবেদনে উল্লেখ করেন, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সুমন নুমান হত্যার দায় স্বীকার করেছেন এবং এ হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক শত্রুতার বিষয়টি উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, নুমান উদ্দিন দীর্ঘ প্রায় ৩০ বছর সৌদি আরব প্রবাস জীবন শেষে দেশে ফিরে আসেন এবং কালিগঞ্জ বাজারে মুদি দোকান দেন। এরপর প্রবাস জীবনের আয়ে পাঠানো টাকার হিসাব চাইলে দুলাভাই সুমনের সঙ্গে বিরোধ শুরু হয়। সেই থেকেই নুমানকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করতে থাকেন সুমন।
পরিকল্পনার অংশ হিসেবে নিজের পরিচিত কয়েকজনকে সঙ্গে নিয়ে নুমানকে হত্যা করেন বলে জবানবন্দিতে জানান তিনি। এ ঘটনায় আরও যেসব সহযোগী জড়িত ছিল, তাদের নামও পুলিশকে জানিয়েছেন সুমন। তদন্ত কর্মকর্তা আরও বলেন, এসব সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং প্রয়োজনে সুমনের পুনরায় রিমান্ড চাওয়া হবে।
Channel Jainta News 24 






















