
ফয়ছল আহমদ নুমান:: আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নির্দেশে সিলেট বিভাগের ১৯টি আসনের মনোনয়নপ্রত্যাশীরা ঢাকায় যাচ্ছেন দলের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে। সবাই যখন বিমানে কিংবা বিলাসবহুল গাড়িতে করে রাজধানীর পথে রওনা হচ্ছেন, ঠিক তখনই ভিন্ন এক দৃষ্টান্ত স্থাপন করলেন সিলেট-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল।
সাধারণ পোশাকে, সাধারণ যাত্রীর মতো ট্রেনে চেপে ঢাকার পথে যাত্রা করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে এই দৃশ্য ছড়িয়ে পড়তেই মুহূর্তেই ভাইরাল হয় তা। দলের নেতাকর্মীদের মধ্যে শুরু হয় আলোচনা— “দলের জন্য এত ত্যাগী মানুষ কি কখনও প্রাপ্য মূল্যায়ন পাবেন?”
একজন স্থানীয় নেতা নিজের প্রতিক্রিয়ায় লিখেছেন,
> “ভিডিওটা দেখে কিছু সময় স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। এই মানুষটা দলের জন্য সব দিয়েছে, সুখে-দুঃখে পাশে থেকেছে। যদি এখনো তাকে অবহেলা করা হয়, তাহলে ভবিষ্যতে আর কেউ দলের দুর্দিনে হাল ধরবে না।”
দলের তৃণমূলের অনেকেই মনে করছেন, আব্দুল আহাদ খান জামাল শুধু একজন প্রার্থী নন, তিনি একজন কর্মীর প্রতীক— দলের প্রতি নিষ্ঠা, ত্যাগ ও ভালোবাসার প্রতিচ্ছবি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের নেতাদের মূল্যায়ন করাই এখন সময়ের দাবি। কারণ ত্যাগী, পরিশ্রমী এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক থাকা নেতারাই বিএনপির আগামী দিনের শক্তি হতে পারেন।
সিলেট জুড়ে এখন একটাই প্রশ্ন— “এত ত্যাগী নেতা কি এবার তার প্রাপ্য সম্মান পাবেন?”
Channel Jainta News 24 

























