সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড-এর আওতাধীন কৈলাশটিলা-১নং কূপের ওয়ার্কওভার কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে এই কূপ থেকে দৈনিক কমবেশি ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্যাস গ্রীডে যুক্ত হতে পারে।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খান বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।
তারিকুল ইসলাম খান জানান, দীর্ঘদিন বন্ধ থাকা কৈলাশটিলা-১ কূপের উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারের লক্ষ্যে গত ১২ আগস্ট বাপেক্সের নিজস্ব রিগ ‘বিজয়-১২’ দিয়ে ওয়ার্কওভার কাজ শুরু করা হয়। সফল এই কার্যক্রমের মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহে নতুন করে স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে।
সিলেট গ্যাসক্ষেত্রের ১৪টি কূপের ওয়ার্কওভার চলমান রয়েছে। এর মধ্যে কৈলাশটিলার ১ নম্বর কূপসহ সাতটি কূপের ওয়ার্কওভার শেষ হয়েছে এবং সবগুলোতেই গ্যাসের মজুদ পাওয়া গেছে।
পেট্রোবাংলা জানায়, কৈলাশটিলার ১ নম্বর কূপ থেকে ১৯৬১ সালে প্রথম গ্যাস পাওয়া যায়। এর পর ২০১৯ সাল পর্যন্ত এ কূপ থেকে গ্যাস উত্তোলনের পর কূপটি বন্ধ হয়। পুরোনো কূপে আবার নতুন করে ওয়ার্কওভার করে আবারও গ্যাস মিলেছে এই কূপে। বর্তমানে কৈলাশটিলার ২, ৬, ৭ ও ৮ নম্বর কূপ থেকে মোট ৪৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।