
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হতে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এনসিপি সিলেট জেলার বর্তমান যুগ্ম সদস্য সচিব ও সাবেক যুগ্ম সমন্বয়কারী, তরুণ রাজনীতিবিদ ও ব্যবসায়ী জনাব ফয়সল আহমদ।
জানা যায়, ফয়সল আহমদের জন্ম ও শৈশব সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের বৌল গ্রামে। তিনি তৈয়বুর রহমানের ছেলে ও সুনাফর আলীর নাতি। ছাত্রজীবন থেকেই তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। বিশেষ করে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। এরপর তিনি নিরাপদ সড়ক আন্দোলন, মোদি বিরোধী আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারির সক্রিয় একজন সাহসী কর্মী হিসেবে পরিচিতি লাভ করেন।
সোমবার ঢাকা কেন্দ্রীয় কার্যালয় থেকে সিলেট-৪ আসনের মনোনয়নপত্র সংগ্রহ শেষে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে অসংখ্য নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা কর্মসূচি শুরু করেন তিনি।
এ সময় ফয়সল আহমদ বলেন, “নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসাই আমার শক্তি। যদি জনগণ আমাকে তাদের মূল্যবান ভোটে নির্বাচিত করেন, তবে সিলেট-৪ আসনকে এমনভাবে উন্নয়ন ও সাজিয়ে তুলবো, যা হবে পুরো বাংলাদেশের জন্য রোল মডেল। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি নিরলসভাবে কাজ করতে চাই।”
নেতাকর্মীদের উচ্ছ্বাস, গণমানুষের প্রত্যাশা এবং ফয়সল আহমদের কর্মমুখী রাজনীতিতে নতুন প্রাণ ফিরে এসেছে সিলেট-৪ আসনের রাজনৈতিক অঙ্গনে।
Channel Jainta News 24 





















