ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
পান পানি নারী এই তিনে জৈন্তিয়াপুরি, এই কথাটি সংসদে গিয়ে একজন জৈন্তিয়াপুরি হিসেবে কথা বলার সুযোগ দিন

জৈন্তিয়াপুরি হিসেবে সংসদে গিয়ে কথাবলার সুযোগ দিন –জয়নাল আবেদীন

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৭:৩৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ২ পড়া হয়েছে

Oplus_131072

জৈন্তাপুর প্রতিনিধি।।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন বলেছেন, পান পানি নারী এই তিনে জৈন্তিয়াপুরি, এই কথাটি সংসদে গিয়ে একজন জৈন্তিয়াপুরি হিসেবে কথা বলার সুযোগ দিন। এই কথা বাহির থেকে এসে কেউ সংসদে গিয়ে বলবেনা। মতভেদ থাকতে পারে এসব ভুলে গিয়ে দেশ গঠনে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আপনাদের কাছে আমি ওয়াদা করতে পারি কোন ধরনের দুর্ণীতির আশ্রয় নিয়ে রাষ্ট্রের অথবা কারো সম্পদ ভক্ষন করে আমার পেটে ডুকবে না। আমি আপনাদের সন্তান, ১০ বছর খাদেম হিসেবে আমি আপনাদের পাশে ছিলাম। আমার বিষয়ে ভালোমন্দ আপনারাই বেশি জানেন।

তিনি ২১ নভেম্বর শুক্রবার বিলাল ৩টায় জৈন্তাপুর তুহাসি হাটি খাসিয়া সেবা সংঘ মিলনায়তনে জামায়াতে ইসরামীর উদ্যেগে আয়োজিত খাসি ও সনাতন জনগোষ্ঠীর সাথে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খাসিয়া সেবা সংঘের সাবেক সভাপতি অনুক খাসিয়ার সভাপতিত্বে ও নিজপাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সুহেল আহমদের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অবঃ শিক্ষক সিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলার আমির গোলাম কিবরিয়া, সেক্রেটারি রফিক আহমদ, রতন ঘোষ, খাসিয়া সেবা সংঘের সভাপতি সুরঞ্জিত রমভাই, সাবেক সভাপতি শঙ্কর খৈরম, মাওলানা আব্দুল খালিক, শ্যামল ঘোষ, কালিবাড়ি পুঁজা উদযাপন কমিটির সভাপতি দিগেন্দ্র কুমার দে, সাধারণ সম্পাদক সজিব মোহন দর, শংকর দাস, বাদল মনি দত্ত, রতন খাসিয়া, শুভ্রত মোহন দর প্রমুখ।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক অধিকার সুরক্ষায় এমআরইউ’র বিক্ষোভ ও মানববন্ধন

Follow for More!

পান পানি নারী এই তিনে জৈন্তিয়াপুরি, এই কথাটি সংসদে গিয়ে একজন জৈন্তিয়াপুরি হিসেবে কথা বলার সুযোগ দিন

জৈন্তিয়াপুরি হিসেবে সংসদে গিয়ে কথাবলার সুযোগ দিন –জয়নাল আবেদীন

প্রকাশিত: ০৭:৩৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

জৈন্তাপুর প্রতিনিধি।।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন বলেছেন, পান পানি নারী এই তিনে জৈন্তিয়াপুরি, এই কথাটি সংসদে গিয়ে একজন জৈন্তিয়াপুরি হিসেবে কথা বলার সুযোগ দিন। এই কথা বাহির থেকে এসে কেউ সংসদে গিয়ে বলবেনা। মতভেদ থাকতে পারে এসব ভুলে গিয়ে দেশ গঠনে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আপনাদের কাছে আমি ওয়াদা করতে পারি কোন ধরনের দুর্ণীতির আশ্রয় নিয়ে রাষ্ট্রের অথবা কারো সম্পদ ভক্ষন করে আমার পেটে ডুকবে না। আমি আপনাদের সন্তান, ১০ বছর খাদেম হিসেবে আমি আপনাদের পাশে ছিলাম। আমার বিষয়ে ভালোমন্দ আপনারাই বেশি জানেন।

তিনি ২১ নভেম্বর শুক্রবার বিলাল ৩টায় জৈন্তাপুর তুহাসি হাটি খাসিয়া সেবা সংঘ মিলনায়তনে জামায়াতে ইসরামীর উদ্যেগে আয়োজিত খাসি ও সনাতন জনগোষ্ঠীর সাথে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খাসিয়া সেবা সংঘের সাবেক সভাপতি অনুক খাসিয়ার সভাপতিত্বে ও নিজপাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সুহেল আহমদের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অবঃ শিক্ষক সিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলার আমির গোলাম কিবরিয়া, সেক্রেটারি রফিক আহমদ, রতন ঘোষ, খাসিয়া সেবা সংঘের সভাপতি সুরঞ্জিত রমভাই, সাবেক সভাপতি শঙ্কর খৈরম, মাওলানা আব্দুল খালিক, শ্যামল ঘোষ, কালিবাড়ি পুঁজা উদযাপন কমিটির সভাপতি দিগেন্দ্র কুমার দে, সাধারণ সম্পাদক সজিব মোহন দর, শংকর দাস, বাদল মনি দত্ত, রতন খাসিয়া, শুভ্রত মোহন দর প্রমুখ।