
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ
সিলেটের ওসমানীনগরে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ২০২৫ সালের কোরআন প্রতিযোগিতায় ওসমানীনগর ও বালাগঞ্জ অঞ্চলে দারুন নাজাত মডেল মাদ্রাসা দয়ামীর দেখিয়েছে নজরকাড়া সাফল্য। বিভিন্ন গ্রুপে অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটির মেধাবী শিক্ষার্থীরা মোট ১৪টি পুরস্কার অর্জন করে দারুন নাজাতের গৌরব আরও উজ্জ্বল করেছে।
৩০ পারা গ্রুপ ১ম স্থান: মোঃ সাদাফ শাহরিয়ার ৭ম স্থান: মোঃ আব্দুল মান্নান ইমাম,২০ পারা গ্রুপ ৪র্থ স্থান: মোঃ আব্দুল হান্নান ইমদাদ, ১০ পারা গ্রুপ ৩য় স্থান: মোঃ সাবিত আহমদ সাকিব,৪র্থস্থান:মোঃউমায়ের,আআহমদ,৫ম স্থান: মোঃ জাকির আহমদ,৬ষ্ঠ স্থান: মোঃ শাহরিয়ার ইকবাল নাফিজ,৭ম স্থান: মোঃ হুসাইন আহমদ এহসান, ৫ পারা গ্রুপ ১ম স্থান: মোঃ সিদ্দিকুর রহমান ছাইম,২য় স্থান: মোঃ মাজদুদ আহমদ উমামা,৪র্থ স্থান: মোঃ নুরুল হাদী,৫ম স্থান: মোঃ ইমরান আহমদ,৬ষ্ঠ স্থান: মোঃ মামনুন আহমদ,৭ম স্থান: মোঃ ইসমাঈল আলী,এই ব্যতিক্রমী অর্জনে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের জোয়ার নেমে এসেছে। দারুন নাজাত মডেল মাদ্রাসার দায়িত্বশীলরা জানান
শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, নিয়মিত চর্চা এবং শিক্ষকদের আন্তরিক নির্দেশনার ফলেই এই বিশাল সাফল্য এসেছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে আমরা আরও মনোযোগী থাকব।
দারুন নাজাত পরিবার বিজয়ী সব শিক্ষার্থীর উজ্জ্বল, সমৃদ্ধ এবং আলোকিত ভবিষ্যৎ কামনা করেছে।
Channel Jainta News 24 






















