ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৩:৫৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১৪ পড়া হয়েছে
২৬

১০ম গ্রেড বাস্তবায়নে বিলম্ব হলে দেশজুড়ে

অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি

 

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এম.টি.এফ) সিলেটের উদ্যোগে বুধবার (১৯ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এম.টি.এফ) সিলেটের সভাপতি আল আমিন এর সভাপতিত্বে ও মো. ইসমাইল হোসেন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল টেকনোলজিষ্ট ফোরামের উপদেষ্টা, উমর ফারুক, গোলাম রাব্বি, সেক্রেটারি ইসমাইল হোসেন, জয়েন সেক্রেটারি আব্দুর রাজ্জাক ও ওয়ায়েশ কুরনী গাজী, সাংগাঠনিক সম্পাদক এহসান উল্লাহ বিল্পব, মেডিকেল টেকনোলজিষ্ট টিপু সুলতান প্রমুখ। এছাড়াও মানববন্ধনে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম সিলেটের সর্বস্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাববন্ধনের বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে মেডিকেল টেকনোলজিস্টরা মাঠে নেমে তাদের মৌলিক অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রেখেছেন। করোনা মহামারী, প্রতিবছর ডেঙ্গু, নিপাহ ভাইরাস সহ বিভিন্ন মহামারিতে জনগণের জীবন বাঁচাতে তারা সবসময় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করেছেন। অথচ আজও তারা ন্যায্য অধিকার ১০ম গ্রেড থেকে বঞ্চিত-যা অত্যন্ত দুঃখজনক এবং বৈষম্যমূলক।

বক্তারা আরো বলেন, সরকার যদি অন্যান্য ডিপ্লোমাধারী সম যোগ্যতাসম্পন্ন পেশাজীবীদের ১০ম গ্রেড দিতে পারে, তবে স্বাস্থ্যব্যবস্থার মেরুদণ্ড-এই মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বছরের পর বছর কেন বঞ্চিত রাখা হচ্ছে? কেন তাদের ১০ম গ্রেড বাস্তবায়ন হচ্ছে না? গত বছর বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ছাত্র সংগ্রাম পরিষদের সারা দেশব্যাপী কঠোর আন্দোলনের ও তারপর পেশাজীবি সংগঠন বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের উদ্যোগে ফাইল ওয়ার্কিং এর প্রেক্ষিতে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ঘোষণা দিয়েছিলেন যে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড অতি দ্রুত বাস্তবায়ন করা হবে। এই আশ্বাসের প্রতি সম্মান রেখেই এতদিন আমরা কোনো কর্মবিরতি কিংবা কঠোর আন্দোলনে যাইনি। কিন্তু এটাই আমাদের শেষ ধৈর্য। আর কোনো আশ্বাস নয়-সরাসরি সিদ্ধান্ত চাই।

মানববন্ধনে বক্তারা তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ে যদি ১০ম গ্রেড বিষয়ে নতুন করে ফাইল ওয়ার্কিং বা কোয়ারীর নামে কোন নতুন নাটক সৃষ্টি করে, তাহলে সারাদেশের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।

বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা অচল হলে এর দায়ভার পুরোপুরি সরকারের। আমরা আর কোনো অজুহাত বা আশ্বাস গ্রহণ করব না-এবার চাই কেবল লিখিত সিদ্ধান্ত। জাতীয় স্বাস্থ্যব্যবস্থা সচল রাখতে এবং জনস্বাস্থ্য রক্ষায় সরকারের প্রতি ন্যায্য দাবি ১০ম গ্রেড দ্রুত বাস্তবায়নের জোর আহ্বান জানান। বিজ্ঞপ্তি

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

টাঙ্গুয়ার হাওরের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় কর্মশালা অনুষ্ঠিত

Follow for More!

সিলেটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

প্রকাশিত: ০৩:৫৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
২৬

১০ম গ্রেড বাস্তবায়নে বিলম্ব হলে দেশজুড়ে

অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি

 

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এম.টি.এফ) সিলেটের উদ্যোগে বুধবার (১৯ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এম.টি.এফ) সিলেটের সভাপতি আল আমিন এর সভাপতিত্বে ও মো. ইসমাইল হোসেন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল টেকনোলজিষ্ট ফোরামের উপদেষ্টা, উমর ফারুক, গোলাম রাব্বি, সেক্রেটারি ইসমাইল হোসেন, জয়েন সেক্রেটারি আব্দুর রাজ্জাক ও ওয়ায়েশ কুরনী গাজী, সাংগাঠনিক সম্পাদক এহসান উল্লাহ বিল্পব, মেডিকেল টেকনোলজিষ্ট টিপু সুলতান প্রমুখ। এছাড়াও মানববন্ধনে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম সিলেটের সর্বস্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাববন্ধনের বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে মেডিকেল টেকনোলজিস্টরা মাঠে নেমে তাদের মৌলিক অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রেখেছেন। করোনা মহামারী, প্রতিবছর ডেঙ্গু, নিপাহ ভাইরাস সহ বিভিন্ন মহামারিতে জনগণের জীবন বাঁচাতে তারা সবসময় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করেছেন। অথচ আজও তারা ন্যায্য অধিকার ১০ম গ্রেড থেকে বঞ্চিত-যা অত্যন্ত দুঃখজনক এবং বৈষম্যমূলক।

বক্তারা আরো বলেন, সরকার যদি অন্যান্য ডিপ্লোমাধারী সম যোগ্যতাসম্পন্ন পেশাজীবীদের ১০ম গ্রেড দিতে পারে, তবে স্বাস্থ্যব্যবস্থার মেরুদণ্ড-এই মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বছরের পর বছর কেন বঞ্চিত রাখা হচ্ছে? কেন তাদের ১০ম গ্রেড বাস্তবায়ন হচ্ছে না? গত বছর বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ছাত্র সংগ্রাম পরিষদের সারা দেশব্যাপী কঠোর আন্দোলনের ও তারপর পেশাজীবি সংগঠন বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের উদ্যোগে ফাইল ওয়ার্কিং এর প্রেক্ষিতে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ঘোষণা দিয়েছিলেন যে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড অতি দ্রুত বাস্তবায়ন করা হবে। এই আশ্বাসের প্রতি সম্মান রেখেই এতদিন আমরা কোনো কর্মবিরতি কিংবা কঠোর আন্দোলনে যাইনি। কিন্তু এটাই আমাদের শেষ ধৈর্য। আর কোনো আশ্বাস নয়-সরাসরি সিদ্ধান্ত চাই।

মানববন্ধনে বক্তারা তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ে যদি ১০ম গ্রেড বিষয়ে নতুন করে ফাইল ওয়ার্কিং বা কোয়ারীর নামে কোন নতুন নাটক সৃষ্টি করে, তাহলে সারাদেশের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।

বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা অচল হলে এর দায়ভার পুরোপুরি সরকারের। আমরা আর কোনো অজুহাত বা আশ্বাস গ্রহণ করব না-এবার চাই কেবল লিখিত সিদ্ধান্ত। জাতীয় স্বাস্থ্যব্যবস্থা সচল রাখতে এবং জনস্বাস্থ্য রক্ষায় সরকারের প্রতি ন্যায্য দাবি ১০ম গ্রেড দ্রুত বাস্তবায়নের জোর আহ্বান জানান। বিজ্ঞপ্তি