গোয়াইনঘাট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনের বাংলাদেশ জামাতে ইসলামি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন বলেছেন সিলেটের প্রায় চার লক্ষ মানুষের জীবিকা পাথর কোয়ারীর সঙ্গে যুক্ত। শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত না করে কোয়ারীগুলো বন্ধ রাখা হয়েছে। বর্তমান সরকারের প্রতি আহবান জানাচ্ছি সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি পুনরায় চালুর ব্যবস্থা করুন। আমি নির্বাচিত হলে অত্র এলাকায় নতুন ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) জামায়াতে ইসলামী রুস্তমপুর ও বিসনাকান্দি ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত জনসমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
জয়নাল আবেদীন আরও জানান, জৈন্তাপুরের গ্যাস দিয়ে দেশের বিভিন্ন জেলার শহরের অট্টালিকায় চুলা জ্বলে, অথচ সিলেটের সাধারণ মানুষ এখনও গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। এমন বৈষম্য দূর করতে হবে আমাদের ন্যায্য অধিকার। দিতে হবে। আমি নির্বাচিত হলে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) এলাকার সার্বিক উন্নয়নকে মাস্টার প্লানের আওতায় এনে আধুনিক ও স্থায়ী উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করা হবে।
সমাবেশের সভাপতিত্ব করেন মুরব্বি নুর মিয়া, এবং অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন জামায়াত নেতা জয়নুর রশিদ ও আমিনুর রহমান জসীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেন,বারহাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমদ,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আজিজুর রহমান আজিজ,পেশাজীবী বিভাগের সাধারণ সম্পাদক মাষ্টার মুশাররফ হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুল্লাহ আল মুনিম, আব্দুল খালিক, আব্দুল হক, ডা. এমাদুর রহমান, এলাকার বিশিষ্ট মুরব্বি জমির উদ্দিন, গোলাম মোস্তফা প্রমুখ। স্থানীয়রা জানান, জয়নাল আবেদীনের এই পরিকল্পনা এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, নির্বাচনের পর এগুলো বাস্তবায়িত হলে সিলেট-৪ এলাকায় নতুন উন্নয়নের ধারা শুরু হবে।