
আলী আহসান রবি :
আজ রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC)- এ বাংলাদেশ ও জাপানের কৃষি বিষয়ক যৌথ কার্যকরী গ্রুপের ২য় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি (SAIDA Shinichi) এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো: মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান তাঁর বক্তব্যে বলেন, জাপানের সাথে কৃষি ও ব্যবসায়িক ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশ কৃষিখাতে ২৫ বছরের প্রেক্ষিত পরিকল্পনায় জাপানের সাথে সমন্বিতভাবে কাজ করার সম্ভাবনা রয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ও জাপানের ১২টির বেশি বিভিন্ন বেসরকারি কোম্পানি তাদের কার্যক্রম উপস্থাপন করেন। জাপানি কোম্পানিগুলো বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে।
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয় ও আওতাধীন বিভিন্ন দপ্তর/ সংস্থার ও সরকারি-বেসরসকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Channel Jainta News 24 























