
নয়াসড়ক সর্বজনীন পূজা মান্ডপ কমিটির উদ্যোগে প্রতি মাসের ন্যায় অমাবস্যা তিথিতে কালী পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) নয়াসড়ক কাজাঞ্চিবাড়িস্থ পূজা মান্ডপে এই পূজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সিলেট শহরের সনাতনি ধর্মবলম্বীরা এই পূজা মান্ডপে এসে পূজার্চনা পালন করেন। পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নয়াসড়ক সার্বজনীন পূজা মান্ডপ কমিটির উপদেষ্টা মন্ডলী শ্রী বিনিত কুমার চক্রবর্তী, গুরুপ্রসাদ চৌধুরী, এডভোকেট গৌতম দাস, নীলমনি কর্মকার, নীলিমা রায়, বেলা রানী কর্মকার, সভাপতি সুব্রত সেন (মঙ্গল), সহ সভাপতি সুব্রত পাল, সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস, নয়াসড়ক সার্বজনীন পুজা পরিষদের কমিটির সভাপতি উজ্জ্বল দাস, সাধারণ সম্পাদক অভিজিৎ সেন, নয়াসড়ক সার্বজনীন পূজা মান্ডপ কমিটির সহ সাধারণ সম্পাদক অঞ্জন সাহা, সাংগঠনিক সম্পাদক গৌরাঙ্গ বনিক, অর্থ সম্পাদক মৃদুল সেন, প্রধান পূজারী অলক ভট্টাচার্য্য, সদস্য অচ্যুত ভট্টাচার্য্য (অজিত), নন্দলাল দেবনাথ, দেবুল সেন, সনজিৎ কর, গনেশ কর্মকার, নুপূর সেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কার্তিক দত্ত, শংকর দাস, বাদল সেন, বাবুল সেন, সুমন রায়, সুবল কর্মকার, অভি ভট্টাচার্য্য, সজীব চৌধুরী, সৃজন দাস,পার্থ দাস প্রমুখ। এছাড়াও শহরের বিভিন্ন এলাকা থেকে কালীপূজা উপলক্ষে ভক্তবৃন্দরা এসে অংশগ্রহণ করেন।
নয়াসড়ক সার্বজনীন পূজা মান্ডপ কমিটির উদ্যোগে স্থায়ীভাবে পূজা মান্ডপ নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে সিলেটের সকল সনতনী ধর্মালম্বীদের এবং সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেছেন কমিটির নেতৃবৃন্দ।
Channel Jainta News 24 

























