সুনামগঞ্জ প্রতিনিধি।।
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় 'জলাভূমি সম্পদের বিবেচনাপ্রসুত ব্যবহার নিশ্চিতকরণে পরামর্শ কর্মশালা' অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন কমিউনিটি বেইজড ম্যানেজমেন্ট অফ টাঙ্গুয়ার হাওর ওয়েটল্যান্ড ইকোসিস্টেম শীর্ষক প্রকল্প কর্মশালার আয়োজন করে বৃহস্পতিবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী গুরুত্বপূর্ণ কর্মশালা চলে। প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোহাম্মদ কামরুজ্জামান।
পরিবেশ অধিদপ্তরের প্রকল্প পরিচালক শাহেদা বেগম এর পরিচালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক। বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুলায়মান হায়দার, পরিচালক (পরিকল্পনা), পরিচালক (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা) একেএম রফিকুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা) হাসান হাছিবুর রহমান, সিলেট বিভাগীয় উপপরিচালক ফেরদৌস আলম, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, তাহিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য, টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম এর সভাপতি সাংবাদিক রাজু আহমেদ রমজান, সাধারণ সম্পাদক সাংবাদিক আহম্মদ কবির, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হারুন অর রশিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা কেএম মাহফুজুর রহমান, পরিবেশ রক্ষা আন্দোলন এর সাধারণ সম্পাদক ফজলুল করিম সাইদ, আধিবাসী নেতা এন্ড্রু সলোমার, সাংবাদিক তানভীর আহমেদ, সাংবাদিক সৈকত হাসান, রুকন উদ্দিন, টাঙ্গুয়ার হাওর গ্রাম উন্নয়ন কেন্দ্রীয় সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুর আলম, টাঙ্গুয়ার হাওর গ্রাম উন্নয়ন কমিটির (গোলাবাড়ি) সভাপতি খসরুল আলম প্রমুখ।
এর আগে জেলা পর্যায়ে বুধবার বিকালে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে গুরুত্বপূর্ণ এ কর্মশালা চালে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা সিলেট বিভাগীয় পরিচালক মো. ফেরদৌস আনোয়ার, ইউএনডিপি প্রতিনিধি আজাদ রহমান। এসময় স্থানীয় বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিবৃন্দ সমস্যা-সম্ভাবনার কথা তুলে ধরেন।
জানা গেছে, বিশ্ব ঐতিহ্য রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের স্থানীয় জনগোষ্ঠীকে জলাভূমি সম্পদের টেকসই ব্যবহারে উদ্বুদ্ধ করা এবং তাদের বিকল্প জীবিকায় উৎসাহিত করার মাধ্যমে বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ এ জলাভূমির জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সার্বিকভাবে প্রতিবেশকে সমৃদ্ধ করা হচ্ছে এ প্রকল্পের মূল উদ্দেশ্য।