
সিলেট-৬ আসনের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত খেজুর গাছের প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার রাত ৮টায় গোলাপগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের ইয়াগুল গ্রামে এ উঠান বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম। তিনি তার বক্তব্যে নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
ইয়াগুল গ্রামের বিশিষ্ট মুরব্বি সমছ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুব জমিয়তের প্রচার সম্পাদক মুফতি রুহুল কুদ্দুসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম গোলাপগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল গফফার,, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা রশিদুর রহমান, জেলা শ্রমিক জমিয়তের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার আব্দুল কাদির জাকির।
মোঃ জাকারিয়া আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতর মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শরীফ আহমদ, স্বাগত বক্তব্য রাখেন পৌর জমিয়তের যুব বিষয়ক সম্পাদক মাওলানা খালেদ আহমদ।
বক্তব্য রাখেন উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস আল মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা শাকিল আহমদ।
অনুষ্ঠানের শেষে মোনাজাত পরিচালনা করেন পৌর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন।বিজ্ঞপ্তি।
Channel Jainta News 24 














