
অনলাইন ডেস্ক ::
সিলেটের শাহপরান থানাধীন খাদিমপাড়ায় ইউনিয়নের পীরেরবাজার মোকামেরগুল এলাকায় প্রস্রাব করা’ কে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে আব্দুর রহমান (৬৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। নিহত আব্দুর রহমান খাদিমপাড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি এবং স্থানীয় শাহ সুন্দর মাজারের খাদেম ছিলেন।
বুধবার বিকেলে সড়কের পাশে অভিযুক্ত সুমন আহমদ প্রস্রাব করায় আব্দুর রহমান বাধা দেন। এ সময় উভয়ের মধ্যে তর্কের এক পর্যায়ে আব্দুর রহমানের ছেলে সুমনকে মারধর করলে সুমন পাল্টা ইট দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করেন। এতে দুজনই গুরুতর আহত হন এবং রাতেই সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান মারা যান। তবে চিকিৎসাধীন অবস্থায় কোনো একসময় সুমন আহমদ হাসপাতাল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
ময়নাতদন্ত শেষে আব্দুর রহমানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের দাবিতে স্থানীয় জনতা পীরেরবাজারে রাস্তা অবরোধ করে। পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ ও শাহপরান থানা পুলিশের আশ্বাসে যানচলাচল স্বাভাবিক হয়।
Channel Jainta News 24 













