
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ও আযাদ দ্বীনি এদারা বোর্ডের সভাপতি বর্ষিয়ান আলেম আল্লামা শায়েখ জিয়া উদ্দীন দা.বা.-এর শয্যাপাশে ছুটে গেছেন সিলেট মহানগর যুব জমিয়ত নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে গিয়ে নেতৃবৃন্দ তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁরা চিকিৎসার অগ্রগতি সম্পর্কেও সন্তোষ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন জমিয়ত নেতা মাওলানা আসআদ উদ্দীন আল মাহমুদ, মাওলানা আব্দুল খালিক।
যুব জমিয়ত সিলেট মহানগর সভাপতি মাওলানা আসআদ উদ্দীন-এর নেতৃত্বে উপস্থিত ছিলেন—সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, সহ-সাধারণ সম্পাদক সায়েম আহমদ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহমদ চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক দিলদার হোসাইন, জিয়াউর রহমান, জুবায়ের বিন আমিন, উমায়ের আহমদ প্রমুখ।
নেতৃবৃন্দ আল্লামা শায়েখ জিয়া উদ্দীন দা.বা.-এর সুস্থতাকে দেশের দ্বীনি অঙ্গনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সবার কাছে দোয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।
Channel Jainta News 24 




















