
হত্যা মামলায় পলাতক আসামি হাবিব মিয়াকে (৩২) গ্রেফতার করেছে র্যাব। সে হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন পশ্চিম জয়পুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে। গত রবিবার (১৬ নভেম্বর) র্যাবের একটি দল চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন স্টীলমিল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বাহুবল থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে এসব তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন ভুগলী দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা ভিকটিম জামাল মিয়ার সাথে বিবাদীদের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই প্রেক্ষিতে বিবাদীরা ভিকটিম জামাল মিয়াকে মারপিট ও খুন করার পরিকল্পনা করে আসছিল।
গত ১০ সেপ্টেম্বর রাতে পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমের বাড়িতে এসে দরজা খোলার জন্য ধাক্কা দিলে ভিকটিম ও তার স্ত্রী দরজা খুলে বিবাদীদের হাতে দা, লোহার রড, লাঠিসুটা ইত্যাদি সহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত অবস্থায় দেখে পুনরায় দরজা বন্ধ করার চেষ্টা করলে বিবাদীরা জোরপূর্বক ভিকটিম জামাল মিয়াকে ধরে ঘর থেকে বাহির করে নিয়ে যায়।
এই সময় ভিকটিমের স্ত্রী বিবাদীদের বাধা দেন। এসময় তারা ভিকটিমের স্ত্রীকে ধাক্কা দিয়ে রুমের ভিতরে ফেলে দিয়ে দরজা বন্ধ করে ভিকটিমকে নিয়ে চলে যায়। পরবর্তীতে ভিকটিমের স্ত্রীর চিৎকার শুনে ভিকটিমের বড় ভাই ও বাড়ির আশপাশের লোকজন এসে দরজা খুললে তাদেরকে তিনি সব জানান।
পরে সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করে সকাল ৬টার দিকে বাহুবল থানাধীন ৬নং মিরপুর ইউনিয়নের অন্তর্গত ভুগলী দক্ষিণপাড়া গ্রামের একটি ধান ক্ষেতে জামাল মিয়ার মৃতদেহ দেখতে পায়। এ ঘটনায় নিহতের বাদী হয়ে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন
Channel Jainta News 24 























