ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জকিগঞ্জের জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপত্তা ও নৈতিকতা বিষয়ক সভা

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ১০:৪২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১৪ পড়া হয়েছে
২৮

বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশের বিশেষ নজরদারি চালানো হবে: ওসি জকিগঞ্জ

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে “নৈতিক ও সামাজিক মূল্যবোধে শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে” শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৯ নভেম্বর) বিকাল ৩টায় বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত এই সভায় শিক্ষক আবুল লেইছ সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ জয়েদ আলী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না। সহকারী প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মানিক স্বাগত বক্তব্য দেন।

অতিথি বক্তাদের মধ্যে ছিলেন সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার কুতুবউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার সাব্বির আহমদ, গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, গণিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জুরুল হাসান মাহমুদ, বিকাশ চন্দ্র প্রধান শিক্ষক এমআর মজুমদার বিদ্যানিকেতন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, বাবুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক অলিউর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য এনাম আহমদ ও আব্দুস শহীদ। অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন বাবুল চন্দ্র নাথ ও কাওছার আহমদ।

অভিভাবকরা তাদের বক্তব্যে জানান, বিদ্যালয়ের গেট ও আশপাশের এলাকায় কিছু বখাটের উৎপাত ও চলাচলের পথে প্রতিবন্ধকতা শিক্ষার্থীদের জন্য সমস্যা সৃষ্টি করছে। বিশেষ করে বাবুর বাজার এলাকার ড্রেন ও রাস্তার ওপর অবৈধ স্থাপনা শিক্ষার্থীদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি করছে। এছাড়া হাটের দিনে সিলেট-জকিগঞ্জ সড়কের উপর সুপারি ব্যবসায়ীদের দখল বণিক সমিতির কাছে দ্রুত পদক্ষেপের অনুরোধ জানান অভিভাবকরা।

প্রধান অতিথি ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, “বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন কোনো ধরনের হয়রানি বা নিরাপত্তা সমস্যায় না পড়ে, সেজন্য থানা পুলিশের একটি টিম সাদা পোশাকে প্রতিদিন বিদ্যালয় এলাকা ও বাবুর বাজার এলাকায় নজরদারি চালাবে। শিক্ষার্থীদের নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না। বখাটে বা দুষ্টচক্র যদি শিক্ষার্থীদের বিরক্ত করে, তাহলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে অভিভাবকদেরও সচেতন থাকতে হবে এবং যেকোনো তথ্য সঙ্গে সঙ্গে থানা পুলিশকে জানাতে হবে।”

সভায় ওসির বক্তব্যে সন্তুষ্ট হয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং বলেন, “এই পদক্ষেপ শিক্ষার সুষ্ঠু পরিবেশ গঠনে বড় ভূমিকা রাখবে।”

মতবিনিময় সভাটি এক স্বতঃস্ফূর্ত ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

 

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

পরনিন্দা থেকে বিরত থেকে পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়াতে হবে:সিলেটে ধর্ম উপদেষ্টা

Follow for More!

জকিগঞ্জের জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপত্তা ও নৈতিকতা বিষয়ক সভা

প্রকাশিত: ১০:৪২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
২৮

বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশের বিশেষ নজরদারি চালানো হবে: ওসি জকিগঞ্জ

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে “নৈতিক ও সামাজিক মূল্যবোধে শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে” শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৯ নভেম্বর) বিকাল ৩টায় বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত এই সভায় শিক্ষক আবুল লেইছ সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ জয়েদ আলী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না। সহকারী প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মানিক স্বাগত বক্তব্য দেন।

অতিথি বক্তাদের মধ্যে ছিলেন সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার কুতুবউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার সাব্বির আহমদ, গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, গণিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জুরুল হাসান মাহমুদ, বিকাশ চন্দ্র প্রধান শিক্ষক এমআর মজুমদার বিদ্যানিকেতন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, বাবুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক অলিউর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য এনাম আহমদ ও আব্দুস শহীদ। অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন বাবুল চন্দ্র নাথ ও কাওছার আহমদ।

অভিভাবকরা তাদের বক্তব্যে জানান, বিদ্যালয়ের গেট ও আশপাশের এলাকায় কিছু বখাটের উৎপাত ও চলাচলের পথে প্রতিবন্ধকতা শিক্ষার্থীদের জন্য সমস্যা সৃষ্টি করছে। বিশেষ করে বাবুর বাজার এলাকার ড্রেন ও রাস্তার ওপর অবৈধ স্থাপনা শিক্ষার্থীদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি করছে। এছাড়া হাটের দিনে সিলেট-জকিগঞ্জ সড়কের উপর সুপারি ব্যবসায়ীদের দখল বণিক সমিতির কাছে দ্রুত পদক্ষেপের অনুরোধ জানান অভিভাবকরা।

প্রধান অতিথি ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, “বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন কোনো ধরনের হয়রানি বা নিরাপত্তা সমস্যায় না পড়ে, সেজন্য থানা পুলিশের একটি টিম সাদা পোশাকে প্রতিদিন বিদ্যালয় এলাকা ও বাবুর বাজার এলাকায় নজরদারি চালাবে। শিক্ষার্থীদের নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না। বখাটে বা দুষ্টচক্র যদি শিক্ষার্থীদের বিরক্ত করে, তাহলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে অভিভাবকদেরও সচেতন থাকতে হবে এবং যেকোনো তথ্য সঙ্গে সঙ্গে থানা পুলিশকে জানাতে হবে।”

সভায় ওসির বক্তব্যে সন্তুষ্ট হয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং বলেন, “এই পদক্ষেপ শিক্ষার সুষ্ঠু পরিবেশ গঠনে বড় ভূমিকা রাখবে।”

মতবিনিময় সভাটি এক স্বতঃস্ফূর্ত ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।