প্রকাশিত:
০৪:২৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
৩
পড়া হয়েছে
৫৩ জুলাইযোদ্ধার গেজেট বাতিল করে প্রজ্ঞাপন
অনলাইন ডেস্ক :: রংপুর বিভাগের ৫৩ জন জুলাইযোদ্ধার গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাতিলের এই আদেশ অবিলম্বে কার্যকর হচ্ছে। গেজেট বাতিলের খবর ছড়িয়ে পড়ার পর রংপুর বিভাগজুড়ে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট পরিবারগুলোর মধ্যে অনিশ্চয়তা তৈরি হলেও মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, যাচাই–বাছাইয়ের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৭
অনলাইন ডেস্ক ::
রংপুর বিভাগের ৫৩ জন জুলাইযোদ্ধার গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাতিলের এই আদেশ অবিলম্বে কার্যকর হচ্ছে।
গেজেট বাতিলের খবর ছড়িয়ে পড়ার পর রংপুর বিভাগজুড়ে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট পরিবারগুলোর মধ্যে অনিশ্চয়তা তৈরি হলেও মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, যাচাই–বাছাইয়ের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।