হবিগঞ্জের নবীগঞ্জে মাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফজল মিয়াকে সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
রোববার (১৬ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিলেটের গোয়াইনঘাট থানার পূর্ব জাফলং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ফজল মিয়া নবীগঞ্জ উপজেলার আদিত্যপুর গ্রামের মৃত আশ্বব আলীর ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গত ২৯ অক্টোবর তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আঙ্গুরা বেগম নামের এক নারীকে নির্মমভাবে গলা কেটে হত্যা করে তার ছেলে ফজল মিয়া। হত্যার পর ঘরের ভেতরে দেহ ও বাইরে মাথা রেখে পালিয়ে যায় সে। এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রশিদ নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে আদালত মামলার রায়ে ফজল মিয়াকে মৃত্যুদণ্ড প্রদান করেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। অবশেষে রোববার রাতে র্যাব-৯ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে ফজল মিয়াকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।