ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভুট্টা চাষে ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার কৃষকরা

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ১১:০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ২০ পড়া হয়েছে
৩৫

মো. শুভ ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি:

বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজের সমারহ। ফসলে ভরে উঠেছে মাঠ। গাইবান্ধা সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে ও চরাঞ্চলের মধ্যে আনালের ছড়া, ধুতিচোরা, রায়দাশ বাড়ি, নুনগুলা, ফলিয়ারগোফ, গাইবান্ধা বিভিন্ন চরাঞ্চলে মানুষেরা এখন ব্যস্ত সময় পার করছেন ভুট্টা চাষে। একটু খানি লাভের আশায়,ভুট্টা ছয় মাসি আবাদ। ছয় মাসের মধ্যে চলে আসে এই আবাদ। প্রথম থেকে সার দিতে হয় তার পর গাছ বেড়িয়ে পরলে কীটনাশক স্প্র করতে হয় মাঝের সময় পানি দিতে হয় ৩-৪ বার। বিগত বছরগুলোতে ভুট্টা চাষে ব্যায়ের পরিমাণ কম থাকায় বিঘা প্রতি খরচ হতো ১৫ হাজার টাকা। এবছর তেল সারের দাম বেশি হওয়ায় শেষ পর্যন্ত খরচ পড়বে ২২ থেকে ২৫ হাজার টাকা। যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে বিগত বছরের মতোই লাভ হবে। ভুট্টা চাষী মো: শাহিন মিয়া জানান,বীজ বপনের পর থেকে গাছ বেড়িয়া আসা পর্যন্ত ৪ থেকে ৫ বার পানি দিতে হয় ও ৩-৪ বার সার দিতে হয়। দিলেই ভুট্টা মাড়াইয়ের সময় চলে আসে। মাড়াই শেষে দেখা যায় বিঘা প্রতি ফলন আসে ৪০-৪২ মন।এবছর যদি বাজার মুল্য বেশি পাই তাহলে লাভের পরিমান দেখতে পাবো। এছাড়া তিনি আরো জানান, বিস্তীর্ন এলাকাজুড়ে যেহেতু ভুট্টার আবাদ তাই এই এলাকার কোন লোক বসে নেই।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে হত্যা, র‍্যাবের অভিযানে চট্টগ্রাম থেকে আসামি গ্রেফতার

Follow for More!

ভুট্টা চাষে ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার কৃষকরা

প্রকাশিত: ১১:০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
৩৫

মো. শুভ ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি:

বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজের সমারহ। ফসলে ভরে উঠেছে মাঠ। গাইবান্ধা সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে ও চরাঞ্চলের মধ্যে আনালের ছড়া, ধুতিচোরা, রায়দাশ বাড়ি, নুনগুলা, ফলিয়ারগোফ, গাইবান্ধা বিভিন্ন চরাঞ্চলে মানুষেরা এখন ব্যস্ত সময় পার করছেন ভুট্টা চাষে। একটু খানি লাভের আশায়,ভুট্টা ছয় মাসি আবাদ। ছয় মাসের মধ্যে চলে আসে এই আবাদ। প্রথম থেকে সার দিতে হয় তার পর গাছ বেড়িয়ে পরলে কীটনাশক স্প্র করতে হয় মাঝের সময় পানি দিতে হয় ৩-৪ বার। বিগত বছরগুলোতে ভুট্টা চাষে ব্যায়ের পরিমাণ কম থাকায় বিঘা প্রতি খরচ হতো ১৫ হাজার টাকা। এবছর তেল সারের দাম বেশি হওয়ায় শেষ পর্যন্ত খরচ পড়বে ২২ থেকে ২৫ হাজার টাকা। যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে বিগত বছরের মতোই লাভ হবে। ভুট্টা চাষী মো: শাহিন মিয়া জানান,বীজ বপনের পর থেকে গাছ বেড়িয়া আসা পর্যন্ত ৪ থেকে ৫ বার পানি দিতে হয় ও ৩-৪ বার সার দিতে হয়। দিলেই ভুট্টা মাড়াইয়ের সময় চলে আসে। মাড়াই শেষে দেখা যায় বিঘা প্রতি ফলন আসে ৪০-৪২ মন।এবছর যদি বাজার মুল্য বেশি পাই তাহলে লাভের পরিমান দেখতে পাবো। এছাড়া তিনি আরো জানান, বিস্তীর্ন এলাকাজুড়ে যেহেতু ভুট্টার আবাদ তাই এই এলাকার কোন লোক বসে নেই।