
সিলেট সহ বাংলাদেশী নারী রোগীদের উন্নত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে ভারতের বিখ্যাত ফর্টিস হেলথ কেয়ার ও সিলেট মেডিকেয়ার এর যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) রাতে নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স রুমে উইমেন ফর উইমেন রাইটস এর প্রতিনিধি এবং সিলেটের মহিলা উদ্দ্যক্তা, মহিলা চেম্বার-এর পরিচালক ও সদস্য, মহিলা ডাক্তার, মহিলা উকিল, মহিলা এথেলেটদের সাথে ভারতের ফর্টিস হেলথ কেয়ার এর আন্তর্জাতিক রোগী বিভাগের গ্রুপ হেড, জিওগ্রাফি-১ (সার্ক, সিআইএস ও দক্ষিন-পুর্ব এশিয়া), গীতাঞ্জলী গুপ্তা এবং বাংলাদেশে হেড, পূজা চ্যাটার্জী এই মতবিনিময় করেন।
সিলেট মেডিকেয়ারের উপদেস্টা সামিয়া চৌধুরীর সভাপতিত্বে ও কো-ফাউন্ডার রেদা মঈন রেজার সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মাহমুদা ফারহীন।
রেদা মঈন রেজা সিলেক্ট মেডিকেয়ারের পরিচয়, কাজের ধারা এবং কি কি সেবা সমূহ প্রদান করছে সে সব অবহিত করেন। এরপর ভারতের বিখ্যাত হসপিটাল চেইন ফর্টিস হেলথ কেয়ারকে পরিচয় করিয়ে দেন পুজা চ্যাটার্জী। সিলেট তথা বাংলাদেশের রোগীরা আলাদা আর কি কি সুবিধা পাবেন, তার উপর আলোকপাত করেন মিসেস গীতাঞ্জলী গুপ্তা ।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ফাহমিদা খানম, রোজী সুলতানা, জাকিরা ফাতেমা লিমি চৌধুরী, সায়মা সুলতানা চৌধুরী, খন্দকার নুরুন নাহার, ডাঃ আসমা বেগম, আমাতা মাসুমা, মাহফুজা বেগম, সৈয়দা নায়মা খানম, তানিয়া রহমান, শাম্মি বেগম, ফাহমিদা জান্নাত হেপী, রোজী ইসলাম, গাজী জান্নাত আফজা, জামীনুর আক্তার, মিনা খান হাবিবা, নুসরাত হাসনা, নিনায়া করিম চৌধুরী এবং সিলেট মেডিকেয়ারের কো-ফাউন্ডার চৌধুরী নুর তামাম, কো-ফাউন্ডার আল করিম জোনাক।
মতবিনিময় সভায় বক্তারা সিলেট বিভাগের মহিলাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য-এর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। নারীদের স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে সিলেট মেডিকেয়ারের সাথে ফর্টিস হাসপাতাল এক সাথে কাজ করতে সম্মত হয়েছে। মতবিনিময় সভায় সুধীজনরা অংশ নিয়ে রোগীদের চিকিৎসা সহায়তা দেয়ার পাশাপাশি নারী রোগীদের রোগ এবং স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরির জন্য সিলেট মেডিকেয়ারের পরিকল্পনার প্রশংসা করেন এবং এজন্য সর্বাত্মক সহোযোগীতা করতে প্রতিশ্রুতি দিয়েছেন।
উল্লেখ্য, সিলেট মেডিকেয়ার সর্বদা বাংলাদেশ তথা সিলেট বিভাগের স্বাস্থ্য খাতের উন্নয়নে নিজস্ব সীমিত পরিসরে কাজ করে যাচ্ছে।
দেশের বাহিরে যারা উন্নত চিকিৎসা নিতে চান সিলেট মেডিকেয়ার টিমের সাথে ০১৮৯৩-৮৯১২১২ ও ০১৭১৫-০২৯০১৮ নাম্বারে এবং সরাসরি সিলেট নগরীর রংমহল টাওয়ারের ২য় তলাস্থ অফিসে যোগাযোগ করতে পারবেন। বিজ্ঞপ্তি
Channel Jainta News 24 





















