
বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সিলেটে পয়লা অগ্রহায়ণ আদি বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এ উপলক্ষ্যে গতকাল রবিবার বিকেলে নগরীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গণ থেকে ‘আদি নববর্ষ আনন্দ শোভাযাত্রা’ নামে র্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সংসদ প্রাঙ্গণে সমাপ্ত হয়। সন্ধ্যায় সংসদের সভাকক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভার। বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্যসচিব কবি ও সংগঠক দেওয়ান এএইচ মাহমুদ রাজা চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল।
বক্তব্য রাখেন কবি বাছিত ইবনে হাবীব, কবি মামুন সুলতান, কবি ইশরাক জাহান জেলী, কবি রাহনামা শাব্বির চৌধুরী, চিত্র শিল্পী আব্দুল করিম চৌধুরী, ভ্রমনকাহিনী লেখক মোয়াজ আফসার, গল্পকার মিনহাজ ফয়সল, কবি তাজুল ইসলাম, লুৎফুর রহমান তোফায়েল, মুন্নি আক্তার, শান্তা কামালী, কামাল আহমদ, মকসুদ আহমদ লাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুবাদ বখত চৌধুরী রুবেল, সেলিম আহমদ খান, রাশেদ খান, শাহ শরীফুন্নেছা, আখলাকুল আম্বিয়া, জাহরা ও নাহিদা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পয়লা অগ্রহায়ন আমাদের আদি নববর্ষ। এটি আমাদের চিরায়ত বাংলার অনন্য নিদর্শন। এদিন কৃষক নতুন ধান ঘরে তুলে। তাই এদিনের গুরুত্ব নববর্ষের চেয়ে কম নয়। আমাদের আদি এই ঐতিহ্য ও ইতিহাসকে সামনে নিয়ে আসতে চাই। এরকম ইতিবাচক ও গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের যাত্রা।
Channel Jainta News 24 


















