ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাওরবাসীর উন্নয়নই আমার রাজনীতির কেন্দ্রবিন্দু- আনিসুল হক

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০২:১৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ১০ পড়া হয়েছে
১৯

মনিরাজ শাহ তাহিরপুর প্রতিনিধি:

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, হাওরবাসীর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি তৈরি ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ধানের শীষে ভোট দিন।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে শ্রীপুর উত্তর ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ধানের শীষের পক্ষে নতুন বাজার এলাকায় আয়োজিত উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আনিসুল হক বলেন, তিনি আরও বলেন, হাওরবাসীর উন্নয়নই আমার রাজনীতির কেন্দ্রবিন্দু। অতীতের ধারাবাহিকতায় আগামী দিনেও আপনাদের সঙ্গে নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নসহ পুরো সুনামগঞ্জ-১ আসনকে একটি আধুনিক ও উন্নত এলাকায় রূপান্তর করা হবে।

 

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার হাতে আমানত হিসেবে ধানের শীষ তুলে দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন দলের এ আমানত রক্ষায় আমার সাথে মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন আমি সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। সকল মতভেদ ভুলে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সকলের প্রতি আহবান জানান তিনি।হাওরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার অবসান ঘটাতে আমরা বদ্ধপরিকর। কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক কৃষি উন্নয়ন, সুষ্ঠু শিক্ষা–স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা এবং বৈষম্যহীন সমাজ গড়াই আমার মূল প্রতিশ্রুতি। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে হাওরাঞ্চলে স্থায়ী উন্নয়ন নিশ্চিত করা হবে। তাই পরিবর্তন ও অধিকার পুনরুদ্ধারের আন্দোলনকে সফল করতে ধানের শীষে ভোট দিন।

 

অনুষ্ঠানে যৌথভাবে সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুজ্জামান এবং ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ জামাল তালুকদার।

যৌথ সঞ্চালনায় ছিলেন ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী এবং ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সমিজ উদ্দিন তালুকদার।

উঠান বৈঠকে নারী নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুরের ৪০ জন হাজী মিলিত হলেন মক্কা মদিনায়: আব্দুল গফফার চৌধুরী খসরু সহ ঘুরে দেখালেন ঐতিহাসিক ধর্মীয় স্থান

Follow for More!

হাওরবাসীর উন্নয়নই আমার রাজনীতির কেন্দ্রবিন্দু- আনিসুল হক

প্রকাশিত: ০২:১৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
১৯

মনিরাজ শাহ তাহিরপুর প্রতিনিধি:

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, হাওরবাসীর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি তৈরি ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ধানের শীষে ভোট দিন।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে শ্রীপুর উত্তর ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ধানের শীষের পক্ষে নতুন বাজার এলাকায় আয়োজিত উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আনিসুল হক বলেন, তিনি আরও বলেন, হাওরবাসীর উন্নয়নই আমার রাজনীতির কেন্দ্রবিন্দু। অতীতের ধারাবাহিকতায় আগামী দিনেও আপনাদের সঙ্গে নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নসহ পুরো সুনামগঞ্জ-১ আসনকে একটি আধুনিক ও উন্নত এলাকায় রূপান্তর করা হবে।

 

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার হাতে আমানত হিসেবে ধানের শীষ তুলে দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন দলের এ আমানত রক্ষায় আমার সাথে মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন আমি সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। সকল মতভেদ ভুলে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সকলের প্রতি আহবান জানান তিনি।হাওরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার অবসান ঘটাতে আমরা বদ্ধপরিকর। কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক কৃষি উন্নয়ন, সুষ্ঠু শিক্ষা–স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা এবং বৈষম্যহীন সমাজ গড়াই আমার মূল প্রতিশ্রুতি। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে হাওরাঞ্চলে স্থায়ী উন্নয়ন নিশ্চিত করা হবে। তাই পরিবর্তন ও অধিকার পুনরুদ্ধারের আন্দোলনকে সফল করতে ধানের শীষে ভোট দিন।

 

অনুষ্ঠানে যৌথভাবে সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুজ্জামান এবং ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ জামাল তালুকদার।

যৌথ সঞ্চালনায় ছিলেন ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী এবং ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সমিজ উদ্দিন তালুকদার।

উঠান বৈঠকে নারী নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।