প্রতি বছরের মতো এবারও সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে দিনব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) নগরীর ৫নং ওয়ার্ডের কলবাখানী এলাকায় এই পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করা হয়।
ক্লাবের সদস্যরা সকাল থেকেই ঝাড়ু সহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে এলাকায় নেমে পড়েন। প্রধান সড়ক, অলিগলি, ফুটপাত ও ড্রেনের মুখে জমে থাকা আবর্জনা পরিষ্কার করতে তারা দলবদ্ধভাবে কাজ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সহ সভাপতি গোপাল বাহাদুর, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, ব্যবসায়ী আব্দুর হান্নান দুদু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য মাসুক আহমদ, এরশাদ আলী প্রমুখ।
এসময় ক্লাব নেতৃবৃন্দ বলেন, পরিবেশ দূষণ আজ বৈশ্বিক সমস্যা। প্লাস্টিক, পলিথিন, রাস্তার ধারে এলোপাতাড়ি ফেলা আবর্জনা শুধু আমাদের বাসস্থানই নোংরা করছে না, বরং প্রতিবছর বাড়াচ্ছে বিভিন্ন রোগের ঝুঁকি। পরিবেশকে টিকিয়ে রাখতে হলে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। পরিচ্ছন্নতা শুধু এক দিনের কর্মসূচি নয়, এটি জীবনযাপনের অংশ হওয়া উচিত। তারা আরও বলেন, নিজেদের এলাকার প্রতি দায়িত্ববোধ থেকেই আমরা এই কার্যক্রম অব্যাহত রেখেছি। আমরা সবাই যদি নিজ নিজ এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখি তাহলে পরিবেশ দূষণমুক্ত হবে। বিজ্ঞপ্তি