ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে শর্টগানের ৯৫০ কার্তুজসহ দুই যুবক আটক

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৮:২২:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ১৪ পড়া হয়েছে
২০

ছাতক প্রতিনিধি ::

সুনামগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ কার্তুজসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ জব্দ করা হয়।

শনিবার (১৫ নভেম্বর) ভোরে সুনামগঞ্জ সদর থানার রাধানগর এলাকার দুই বাসিন্দা মোঃ মামুন মিয়া (২৩) এবং মো. উবায়দুলকে (২১) আটক করা হয়।

 

ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম জীবান জানান, সকালে ডিউটি পালনের সময়ে তিনি খবর পান বিশ্বম্ভরপুর থানার চালবন এলাকা থেকে রাধানগর হয়ে জামালগঞ্জের সাচনা বাজারমুখী দুইটি মোটরসাইকেলে অবৈধ কার্তুজ পাচার করা হচ্ছে। খবর পেয়ে ডিবির একটি দল দ্রুত সাচনা বাজার এলাকায় অবস্থান নেন।

পরে সকাল ৭টার দিকে সন্দেহভাজন দুইটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে একটি মোটরসাইকেলে থাকা দুইজন দ্রুত পালিয়ে যায়। অন্য মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি চালালে ৯৫০ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। এসময় মোটরসাইকেলে থাকা মামুন ও উবায়দুলকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন বলেন, ‘পলাতক দুইজনসহ আটক দু’জনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। আটকদের আদালতে পাঠানোর প্রস্তুতিও চলছে।’

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Follow for More!

সুনামগঞ্জে শর্টগানের ৯৫০ কার্তুজসহ দুই যুবক আটক

প্রকাশিত: ০৮:২২:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
২০

ছাতক প্রতিনিধি ::

সুনামগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ কার্তুজসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ জব্দ করা হয়।

শনিবার (১৫ নভেম্বর) ভোরে সুনামগঞ্জ সদর থানার রাধানগর এলাকার দুই বাসিন্দা মোঃ মামুন মিয়া (২৩) এবং মো. উবায়দুলকে (২১) আটক করা হয়।

 

ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম জীবান জানান, সকালে ডিউটি পালনের সময়ে তিনি খবর পান বিশ্বম্ভরপুর থানার চালবন এলাকা থেকে রাধানগর হয়ে জামালগঞ্জের সাচনা বাজারমুখী দুইটি মোটরসাইকেলে অবৈধ কার্তুজ পাচার করা হচ্ছে। খবর পেয়ে ডিবির একটি দল দ্রুত সাচনা বাজার এলাকায় অবস্থান নেন।

পরে সকাল ৭টার দিকে সন্দেহভাজন দুইটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে একটি মোটরসাইকেলে থাকা দুইজন দ্রুত পালিয়ে যায়। অন্য মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি চালালে ৯৫০ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। এসময় মোটরসাইকেলে থাকা মামুন ও উবায়দুলকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন বলেন, ‘পলাতক দুইজনসহ আটক দু’জনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। আটকদের আদালতে পাঠানোর প্রস্তুতিও চলছে।’