ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট-২ আসনে হিন্দু ভোটারদের ভোট নিয়ে টানাটানিতে জামায়াত-বিএনপি 

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০২:০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ৪৪ পড়া হয়েছে
৬০

আব্দুল হাদী , ওসমানীনগর থেকে ::

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সিলেট-২ আসনে চলছে প্রচার প্রচারণা। বিশেষ করে এখানকার হিন্দু ভোটারদের ভোট নিয়ে টানাটানিতে রয়েছেন জামায়াত ইসলাম এবং বিএনপি। ভোটের মাটে হিন্দু সম্প্রদায়ের ভোট নিয়ে রয়েছে নানা হিসেব নিকেশ। স্বাধীনতা পরবর্তি সময়ে যত নির্বাচন হয়েছে এখানে ,প্রায় সবগুলোতেই হিন্দু ভোট পড়েছে আওয়ামীলীগ তথা নৌকা মার্কার প্রার্থীর পক্ষে। এবারের নির্বাচনে আওয়ামীলীগ থাকছেনা। এটা জানার পর অন্যান্য দলের প্রার্থীরা হিন্দু ভোটারদের প্রাধান্য দিচ্ছেন বেশি। হিন্দু ধর্মালম্বীদের প্রতি দরদ দেখাতে পারলে ভোট ব্যাংক বড় হওয়ার সম্ভবনা রয়েছে বলেও মনে করেন সকল দলের প্রার্থীরা।

 

জানা যায়, সিলেট-২ আসন (বিশ্বনাথ-ওসমানীনগরে) ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৭৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ১৮৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৬১২ জন।বিশ্বনাথ উপজেলায় একটি পৌরসভা ও ৮ ইউনিয়নসহ এখানে মোট ভোটার ৯৪২৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৯৯৬০৪ জন এবং মহিলা ভোটার রয়েছেন ৯৪৬৬৩ জন। এছাড়া ওসমানীনগর উপজেলায় ৮ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭০৫৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৮৬৫৮৩ জন এবং নারী ভোটার রয়েছেন ৮৩৯৪৯ জন। নারী পুরুষ ভোটারের হিসেব আলাদা থাকলেও হিন্দু ভোটারের আলাদা কোন সংখ্যা নেই। ধারনা করা হয় দুই উপজেলায় ১৫ শতাংশ ভোট আছে হিন্দু সম্প্রদায়ের।

 

ইতিমধ্যে জামায়াত এবং বিএনপির প্রার্থী সমর্থকেরা ওসমানীনগর উপজেলার সনাতণ ধর্মালম্বীদের নিয়ে আলাদা আলাদা সভা সমাবেশ করেছেন। তাদের নানা ধরনের প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। হিন্দু সম্প্রদায়ের অনেকেই উভয় দলের প্রার্থীদের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। কথোপকথনের মধ্যেও রয়েছে সন্দেহ আর সংশয়। কেননা বিএনপি’র ধানের শিষে হিন্দু ভোটাররা ভোট দিলেও জামায়াতে ইসলামের পাল্লা মার্কায় কি ভোট দেবে ? বিতর্ক থাকলেও হাল ছাড়ছেন না কেউ। সকলেই আশাবাদি হিন্দু ভোটারের ভোট নিয়ে।

 

এ ব্যাপারে ওসমানীনগর হিন্দু ,বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সত্যন্দ্র কুমার দেবের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভোট দেওয়া হচ্ছে নাগরিক অধিকার।আমরা যারা এখানকার স্থানীয় হিন্দু ভোটার রয়েছি আমাদের কাছে জামায়াত বিএনপি সহ অন্যান্য দলেল প্রার্থীরা ভোট চাইবেন। আমরা সকলের সাথেই ভ্রাতৃত্ত্ব পূর্ণ আচরণ করছি। নির্বাচনে হলে যে প্রার্থীকে যার পছন্দ হবে তাকেই ভোট দেবো।

 

উপজেলার গোলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান , বিএনপি নেতা আতাউর রহমান মানিকের কাছে জানতে চাইলে তিনি বলেন , হিন্দু ধর্মালম্বী যারা তারা সাধারণত স্বাধীনতার স্বপক্ষের দলেই ভোট দিয়ে থাকেন। বিএনপি স্বাধীনতার স্বপক্ষের দল হিসাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় হিন্দু ভোটারদের ৬০ শতাংশ ভোট ধানের শিষে প্রতীকেই পড়বে।

 

ওসমানীনগর উপজেলা জামায়তের সাধারণ সম্পাদক আনহার মিয়া জানান, জামায়াতে ইসলামের পক্ষ থেকে সকল শ্রেণী পেশার ভোটারের কাছেই যাওয়া হচ্ছে। ওসমানীনগর উপজেলায় যারা হিন্দু রয়েছেন তারা সকলেই আমাদের ভোটার।তারা চাইলে জামায়াতে ইসলামের প্রতীকে ভোট দেবেন, অথবা যাকে ইচ্ছে তাকেই ভোট দিতে পারেন। ভোট দেওয়া তাদের অধিকার।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুরের ৪০ জন হাজী মিলিত হলেন মক্কা মদিনায়: আব্দুল গফফার চৌধুরী খসরু সহ ঘুরে দেখালেন ঐতিহাসিক ধর্মীয় স্থান

Follow for More!

সিলেট-২ আসনে হিন্দু ভোটারদের ভোট নিয়ে টানাটানিতে জামায়াত-বিএনপি 

প্রকাশিত: ০২:০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
৬০

আব্দুল হাদী , ওসমানীনগর থেকে ::

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সিলেট-২ আসনে চলছে প্রচার প্রচারণা। বিশেষ করে এখানকার হিন্দু ভোটারদের ভোট নিয়ে টানাটানিতে রয়েছেন জামায়াত ইসলাম এবং বিএনপি। ভোটের মাটে হিন্দু সম্প্রদায়ের ভোট নিয়ে রয়েছে নানা হিসেব নিকেশ। স্বাধীনতা পরবর্তি সময়ে যত নির্বাচন হয়েছে এখানে ,প্রায় সবগুলোতেই হিন্দু ভোট পড়েছে আওয়ামীলীগ তথা নৌকা মার্কার প্রার্থীর পক্ষে। এবারের নির্বাচনে আওয়ামীলীগ থাকছেনা। এটা জানার পর অন্যান্য দলের প্রার্থীরা হিন্দু ভোটারদের প্রাধান্য দিচ্ছেন বেশি। হিন্দু ধর্মালম্বীদের প্রতি দরদ দেখাতে পারলে ভোট ব্যাংক বড় হওয়ার সম্ভবনা রয়েছে বলেও মনে করেন সকল দলের প্রার্থীরা।

 

জানা যায়, সিলেট-২ আসন (বিশ্বনাথ-ওসমানীনগরে) ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৭৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ১৮৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৬১২ জন।বিশ্বনাথ উপজেলায় একটি পৌরসভা ও ৮ ইউনিয়নসহ এখানে মোট ভোটার ৯৪২৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৯৯৬০৪ জন এবং মহিলা ভোটার রয়েছেন ৯৪৬৬৩ জন। এছাড়া ওসমানীনগর উপজেলায় ৮ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭০৫৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৮৬৫৮৩ জন এবং নারী ভোটার রয়েছেন ৮৩৯৪৯ জন। নারী পুরুষ ভোটারের হিসেব আলাদা থাকলেও হিন্দু ভোটারের আলাদা কোন সংখ্যা নেই। ধারনা করা হয় দুই উপজেলায় ১৫ শতাংশ ভোট আছে হিন্দু সম্প্রদায়ের।

 

ইতিমধ্যে জামায়াত এবং বিএনপির প্রার্থী সমর্থকেরা ওসমানীনগর উপজেলার সনাতণ ধর্মালম্বীদের নিয়ে আলাদা আলাদা সভা সমাবেশ করেছেন। তাদের নানা ধরনের প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। হিন্দু সম্প্রদায়ের অনেকেই উভয় দলের প্রার্থীদের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। কথোপকথনের মধ্যেও রয়েছে সন্দেহ আর সংশয়। কেননা বিএনপি’র ধানের শিষে হিন্দু ভোটাররা ভোট দিলেও জামায়াতে ইসলামের পাল্লা মার্কায় কি ভোট দেবে ? বিতর্ক থাকলেও হাল ছাড়ছেন না কেউ। সকলেই আশাবাদি হিন্দু ভোটারের ভোট নিয়ে।

 

এ ব্যাপারে ওসমানীনগর হিন্দু ,বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সত্যন্দ্র কুমার দেবের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভোট দেওয়া হচ্ছে নাগরিক অধিকার।আমরা যারা এখানকার স্থানীয় হিন্দু ভোটার রয়েছি আমাদের কাছে জামায়াত বিএনপি সহ অন্যান্য দলেল প্রার্থীরা ভোট চাইবেন। আমরা সকলের সাথেই ভ্রাতৃত্ত্ব পূর্ণ আচরণ করছি। নির্বাচনে হলে যে প্রার্থীকে যার পছন্দ হবে তাকেই ভোট দেবো।

 

উপজেলার গোলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান , বিএনপি নেতা আতাউর রহমান মানিকের কাছে জানতে চাইলে তিনি বলেন , হিন্দু ধর্মালম্বী যারা তারা সাধারণত স্বাধীনতার স্বপক্ষের দলেই ভোট দিয়ে থাকেন। বিএনপি স্বাধীনতার স্বপক্ষের দল হিসাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় হিন্দু ভোটারদের ৬০ শতাংশ ভোট ধানের শিষে প্রতীকেই পড়বে।

 

ওসমানীনগর উপজেলা জামায়তের সাধারণ সম্পাদক আনহার মিয়া জানান, জামায়াতে ইসলামের পক্ষ থেকে সকল শ্রেণী পেশার ভোটারের কাছেই যাওয়া হচ্ছে। ওসমানীনগর উপজেলায় যারা হিন্দু রয়েছেন তারা সকলেই আমাদের ভোটার।তারা চাইলে জামায়াতে ইসলামের প্রতীকে ভোট দেবেন, অথবা যাকে ইচ্ছে তাকেই ভোট দিতে পারেন। ভোট দেওয়া তাদের অধিকার।