ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে মধ্যরাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্স ও বাস

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ১১:৫২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ৫ পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের ভেতরে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে মধ্যরাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় মুহূর্তেই হাসপাতালজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে যায়।

 

হাসপাতাল সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে দুটি মোটরসাইকেলে পাঁচজন দুর্বৃত্ত হাসপাতালের মূল ফটকের সামনে এসে থামে। এ সময় একজন হাতে দুই লিটারের একটি প্লাস্টিকের বোতল নিয়ে হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করে। কিছুক্ষণ পর আরেকজন তার সঙ্গে যোগ দেয়। এরপর পরিকল্পিতভাবে পার্কিংয়ে রাখা অ্যাম্বুলেন্সটিতে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেয় তারা। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আগুন জ্বলে ওঠার পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে উঠে দ্রুত স্থান ত্যাগ করে।

 

ঘটনার সময় নৈশ পাহারায় থাকা হাসপাতালের স্টাফরা প্রথমে ধোয়া দেখে বিষয়টি টের পান। পরে দ্রুত বিষয়টি হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের জানান।

 

বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মিজানুর রহমান। তিনি বলেন, রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা হাসপাতালের ভেতরে ঢুকে অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। আমাদের স্টাফরা ধোয়া দেখে বিষয়টি বুঝতে পারে। পরে ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের ঘটনা হয়নি, তবে অ্যাম্বুলেন্সটি পুরোপুরি পুড়ে গেছে।

 

রোববার সকালে সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সদস্য জুনাইদ বলেন, শামসুদ্দিন আহমদ হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ৩টা ১৫ মিনিটের সময় ফায়ার সার্ভিসের একটি গাড়ি বের হয়। পরে আগুন নিয়ন্ত্রণ করে গাড়িটি ৩টা ৪৮ মিনিটের সময় অফিসে ফিরে যায়।

 

তিনি আরও বলেন, শামসুদ্দিন হাসপাতালে অ্যাম্বুলেন্সের আগুন নিয়ন্ত্রণ করে গাড়িটি স্টেশনে আসার পর রাত ৩টা ৪৮ মিনিটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে আগুন নিয়ন্ত্রণে একটি গাড়ি রাত ৩টা ৫০ মিনিটের সময় স্টেশন থেকে ছেড়ে যায়। পরে এই গাড়িটি রাত ৪টা ৫০ মিনিটের সময় স্টেশনে ফিরে আসে।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুরের ৪০ জন হাজী মিলিত হলেন মক্কা মদিনায়: আব্দুল গফফার চৌধুরী খসরু সহ ঘুরে দেখালেন ঐতিহাসিক ধর্মীয় স্থান

Follow for More!

সিলেটে মধ্যরাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্স ও বাস

প্রকাশিত: ১১:৫২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

অনলাইন ডেস্ক :

সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের ভেতরে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে মধ্যরাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় মুহূর্তেই হাসপাতালজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে যায়।

 

হাসপাতাল সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে দুটি মোটরসাইকেলে পাঁচজন দুর্বৃত্ত হাসপাতালের মূল ফটকের সামনে এসে থামে। এ সময় একজন হাতে দুই লিটারের একটি প্লাস্টিকের বোতল নিয়ে হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করে। কিছুক্ষণ পর আরেকজন তার সঙ্গে যোগ দেয়। এরপর পরিকল্পিতভাবে পার্কিংয়ে রাখা অ্যাম্বুলেন্সটিতে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেয় তারা। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আগুন জ্বলে ওঠার পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে উঠে দ্রুত স্থান ত্যাগ করে।

 

ঘটনার সময় নৈশ পাহারায় থাকা হাসপাতালের স্টাফরা প্রথমে ধোয়া দেখে বিষয়টি টের পান। পরে দ্রুত বিষয়টি হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের জানান।

 

বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মিজানুর রহমান। তিনি বলেন, রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা হাসপাতালের ভেতরে ঢুকে অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। আমাদের স্টাফরা ধোয়া দেখে বিষয়টি বুঝতে পারে। পরে ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের ঘটনা হয়নি, তবে অ্যাম্বুলেন্সটি পুরোপুরি পুড়ে গেছে।

 

রোববার সকালে সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সদস্য জুনাইদ বলেন, শামসুদ্দিন আহমদ হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ৩টা ১৫ মিনিটের সময় ফায়ার সার্ভিসের একটি গাড়ি বের হয়। পরে আগুন নিয়ন্ত্রণ করে গাড়িটি ৩টা ৪৮ মিনিটের সময় অফিসে ফিরে যায়।

 

তিনি আরও বলেন, শামসুদ্দিন হাসপাতালে অ্যাম্বুলেন্সের আগুন নিয়ন্ত্রণ করে গাড়িটি স্টেশনে আসার পর রাত ৩টা ৪৮ মিনিটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে আগুন নিয়ন্ত্রণে একটি গাড়ি রাত ৩টা ৫০ মিনিটের সময় স্টেশন থেকে ছেড়ে যায়। পরে এই গাড়িটি রাত ৪টা ৫০ মিনিটের সময় স্টেশনে ফিরে আসে।