সিলেট :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার থানা বাজার এলাকায় একটি গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কোম্পানীগঞ্জ থানা সদর পয়েন্ট উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোঃ আব্দুল মন্নান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা কামাল উদ্দিন, সিলেট মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সুলেমান তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট ফরহাদ খন্দকার, আলাউদ্দিন, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রথম সদস্য কামাল আহমদ, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবি, ইউনিয়নের মুক্তিযোদ্ধা দলের সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দুর রহমান, ইউনিয়ন বিএনপির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমান উল্লাহ আমান, উপজেলা বিএনপির স্বেচ্ছাবিষয়ক সম্পাদক আব্দুল মতিন মেম্বার, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উত্তর রণীখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমজান আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন ও সদস্য ইমরান আহমদসহ আরও অনেকে।
এছাড়াও সিলেট জেলা ছাত্রদলের সদস্য এম মইনুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমেদ, সাবেক সদস্য সচিব কবির আহমেদ, আল আমীন সারোয়ার, ২নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জামির হোসেন, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল হক রাজু, ছাত্রদল নেতা খালেদ পারভেজসহ বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে যোগ দেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফাই ভবিষ্যৎ পথনির্দেশনা হয়ে থাকবে। তারা আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে দলকে সংগঠিত করে আন্দোলনকে বেগবান করা সময়ের দাবি।
স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে থানা বাজার এলাকায় সমাবেশটি জনসম্পৃক্ততার একটি বিশাল গণজোয়ারে রূপ নেয়। বক্তাদের বক্তব্যের মাধ্যমে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনসমস্যা এবং ৩১ দফার গুরুত্ব তুলে ধরা হয়।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে সকল নেতাকর্মী এলাকা ত্যাগ করেন।