প্রকাশিত:
১০:২৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
৪
পড়া হয়েছে
আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব রহ. এর ঈসালে সাওয়াব মাহফিল ২৫ ডিসেম্বর
রাহনুমায়ে শরীয়ত ওয়াত তরিকত উস্তাযুল উলামা শাহ্ সুফি প্রিন্সিপাল আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব রহ. এর ঈসালে সাওয়াব মাহফিল আগামী ২৫ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০টা থেকে পরদিন ফজর পর্যন্ত জকিগঞ্জের রতনগঞ্জ বালাউট ছাহেব বাড়ীতে অনুষ্ঠিত হবে। উক্ত ঈসালে সাওয়াব মাহফিলে আল্লামা বালাউটি ছাহেব রহ. এর মুরিদীন-মুহিব্বীন সহ সর্বস্তরের মুসলমানদের উপস্থিত থাকার জন্য ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে। উল্লেখ্য, উক্ত ঈসালে সাওয়াব মাহফিল প্রতি বছর ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হইবে। বিজ্ঞপ্তি বার্তা প্রেরক নুরুল ইসলাম তারিখ: ১৫-১১-২০২৫ইং
১০
রাহনুমায়ে শরীয়ত ওয়াত তরিকত উস্তাযুল উলামা শাহ্ সুফি প্রিন্সিপাল আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব রহ. এর ঈসালে সাওয়াব মাহফিল আগামী ২৫ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০টা থেকে পরদিন ফজর পর্যন্ত জকিগঞ্জের রতনগঞ্জ বালাউট ছাহেব বাড়ীতে অনুষ্ঠিত হবে।
উক্ত ঈসালে সাওয়াব মাহফিলে আল্লামা বালাউটি ছাহেব রহ. এর মুরিদীন-মুহিব্বীন সহ সর্বস্তরের মুসলমানদের উপস্থিত থাকার জন্য ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।
উল্লেখ্য, উক্ত ঈসালে সাওয়াব মাহফিল প্রতি বছর ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হইবে। বিজ্ঞপ্তি