
মো. আব্দাল মিয়া হবিগঞ্জ থেকে :; আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবনের সমর্থনে বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় লোকনাথ রমণ বিহারী সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বানিয়াচং বড় বাজার শহীদ মিনারে এসে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, দল তাকে মনোনয়ন দিয়ে যে আস্থা রেখেছে, তা শুধু তার প্রতি নয়—এটি বানিয়াচং–আজমিরীগঞ্জের নেতাকর্মীদের সম্মান ও বিশ্বাসের প্রতীক।
তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে দলীয় ঐক্যই সবচেয়ে বড় শক্তি। এই যুদ্ধে কোনো ব্যক্তিকে নয়, পুরো সংগঠনকেই একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। ব্যক্তিগত মতভেদ ভুলে দলের স্বার্থে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপরই বিজয় নির্ভর করবে বলেও তিনি উল্লেখ করেন।
ডা. জীবন আরও বলেন, ধানের শীষের বিজয় মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের দিকনির্দেশনার বিজয়। তিনি প্রতিশ্রুতি দেন, সকল নেতাকর্মীর পরিশ্রম ও ত্যাগ যথাযথভাবে মূল্যায়ন করা হবে।
গণমিছিলে বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়ন বিএনপি, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, মৎস্যজীবী দল, তাঁতী দল, মহিলা দল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ–সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
Channel Jainta News 24 























