ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে সিএনজি-ঔষধ-সাইকেল পার্টসসহ যুবক আটক

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ১১:৫৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ৪ পড়া হয়েছে

আনোয়ার হোছাইন,(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর বিশেষ অভিযানে বিভিন্ন প্রকার বাংলাদেশি ঔষধ, সাইকেল পার্টস ও একটি সিএনজিসহ এক যুবককে আটক করেছে ৩৪ বিজিবি।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় তুমব্রু বিওপির টহল দল এ অভিযান পরিচালনা করে।

 

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সীমান্ত পিলার ৩৩ থেকে প্রায় দুই হাজার গজ ভেতরে টিভি টাওয়ার এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এ সময় একটি সিএনজিতে করে বিভিন্ন ধরনের বাংলাদেশি ঔষধ ও সাইকেল পার্টস পাচারকালে মোহছেন আলী (২৬) নামের এক যুবককে আটক করা হয়। তার বাড়ি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালি গ্রামে।

অধিনায়ক আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারা নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।”

বিজিবি সূত্র জানায়, আটক মোহছেন আলীকে জব্দ করা সিএনজি ও অন্যান্য মালামালসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলার পর পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক প্রতিরোধে ধারাবাহিক সাফল্য বজায় রেখে আসছে। এসব অভিযানের ফলে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার হওয়ার পাশাপাশি স্থানীয়দের মধ্যে আস্থাও বেড়েছে।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুরের ৪০ জন হাজী মিলিত হলেন মক্কা মদিনায়: আব্দুল গফফার চৌধুরী খসরু সহ ঘুরে দেখালেন ঐতিহাসিক ধর্মীয় স্থান

Follow for More!

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে সিএনজি-ঔষধ-সাইকেল পার্টসসহ যুবক আটক

প্রকাশিত: ১১:৫৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

আনোয়ার হোছাইন,(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর বিশেষ অভিযানে বিভিন্ন প্রকার বাংলাদেশি ঔষধ, সাইকেল পার্টস ও একটি সিএনজিসহ এক যুবককে আটক করেছে ৩৪ বিজিবি।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় তুমব্রু বিওপির টহল দল এ অভিযান পরিচালনা করে।

 

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সীমান্ত পিলার ৩৩ থেকে প্রায় দুই হাজার গজ ভেতরে টিভি টাওয়ার এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এ সময় একটি সিএনজিতে করে বিভিন্ন ধরনের বাংলাদেশি ঔষধ ও সাইকেল পার্টস পাচারকালে মোহছেন আলী (২৬) নামের এক যুবককে আটক করা হয়। তার বাড়ি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালি গ্রামে।

অধিনায়ক আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারা নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।”

বিজিবি সূত্র জানায়, আটক মোহছেন আলীকে জব্দ করা সিএনজি ও অন্যান্য মালামালসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলার পর পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক প্রতিরোধে ধারাবাহিক সাফল্য বজায় রেখে আসছে। এসব অভিযানের ফলে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার হওয়ার পাশাপাশি স্থানীয়দের মধ্যে আস্থাও বেড়েছে।