
এম. ডব্লিউ. ফাউন্ডেশনের আর্থিক ব্যবস্থাপনায় এবং আর.ডব্লিউ. ডি.ও. এর সহযোগিতায় ড্রীম স্কুল প্রাঙ্গণস্থ লাক্কাতুরা চা-বাগানে শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত নারী, কিশোরী, শিশু ও পুরুষ চা- জনগোষ্ঠীর মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও সেবা সারাদিনব্যাপী প্রদান করা হয়েছে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে বিভিন্ন রোগের ঔষধ বিতরণ এবং কিশোরীদের মধ্যে স্যানিটারি প্যাড ও প্রত্যেককে একটি করে জীবাণুনাশক সাবান বিতরণ করা হয়েছে।
এম. ডব্লিউ. ফাউন্ডেশন এর সভাপতি নিয়াজ মোঃ আজিজুল করিম তাঁর সমাপনী বক্তৃতায় উল্লেখ করেন, এম. ডব্লিউ. ফাউন্ডেশন- সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে আসছে, এরই ধারাবাহিকতায় ফ্রি হেলথ্ ক্যাম্প-২০২৫, লাক্কাতুরা চা-জনগোষ্টীর জন্য আয়োজন করেছে, যার মাধ্যমে চা-বাগানের শতাধিক নারী- কিশোরী, শিশুদের বিনামূল্যে ঔষধ বিতরণ এবং স্বাস্থ্য সেবার আওতায় নিয়ে আসা হয়েছে। তিনি সমাজের অন্যান্য সমাজসেবামূলক প্রতিষ্ঠানকে এবং একইসাথে বিত্তবানদের স্বাস্থ্য, শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার জন্য বিনীত আহবান জানান।
উল্লেখ্য, এম. ডব্লিউ. ফাউন্ডেশন ২০২৪ সালের শুরু থেকে নিয়মিত সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচি এবং দুর্যোগকালীন বিভিন্ন ত্রাণ বিতরণসহ সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সুবিধাবঞ্চিত ও অসহায় জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
Channel Jainta News 24 



















