
আলী আহসান রবি :
বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু ড. জ্ঞানশ্রী মহাথেরোর প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
আজ এক শোকবার্তায় উপদেষ্টা প্রয়াত মহাথেরোর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রয়াত ড. জ্ঞানশ্রীর বর্ণাঢ্য কর্মজীবনের কথা স্মরণ করে ধর্ম উপদেষ্টা বলেন, তিনি সুদীর্ঘকাল মেধা, মনন, সৃজনশীলতা ও প্রজ্ঞার আলোয় বাংলাদেশি বৌদ্ধ সমাজকে উদ্ভাসিত করে গেছেন। তিনি বুদ্ধের বাণী প্রচারের পাশাপাশি সমাজ সংস্কার ও জনহিতকর কর্মকাণ্ডে নিবেদিত ছিলেন। ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক কার্যক্রমের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
উল্লেখ্য, আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে চারটায় চট্টগ্রাম মহানগরের একটি বেসরকারি হাসপাতালে ড. জ্ঞানশ্রী শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে একুশে পদকে ভূষিত হন।
Channel Jainta News 24 

























