ফ্রান্স সেচ্ছাসেবক দলের আহবায়ক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মাহমুদ আজমকে সিলেটে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত ১২ নভেম্বর বুধবার রাতে নগরীর মাছিমপুরস্থ ক্রীড়া কমপ্লেক্সে সিলেট যুবদল, স্বেচ্ছাসেক দল ও ছাত্রদলের উদ্যোগে ইউরোপ সংক্ষিপ্ত সফর শেষে গোলাম মাহমুদ আজমকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান আজিজ সহ যুবদল, স্বেচ্ছাসেক দল ও ছাত্রদলের কয়েক শতাধিক নেতাকর্মীরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফ্রান্স সেচ্ছাসেবক দলের আহবায়ক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মাহমুদ আজমকে ফুলের তোড়া ও মালা দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রবাসে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সাহসিকতার সাথে আন্দোলন সংগ্রাম করেছেন। দলের প্রাণ প্রবাসীরা দেশের বাহিরে থেকেও দেশ, মাটি, মানুষ ও জনগণের সংগঠন বিএনপির পক্ষে অগ্রণী ভূমিকা রাখছেন। তাদের মধ্যে অন্যতম ফ্রান্স সেচ্ছাসেবক দলের আহবায়ক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মাহমুদ আজম। বক্তারা তাঁর মতো সকল প্রবাসী নেতাকর্মীদেরকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।