আনোয়ার হোছাইন,(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল ও একটি সিএনজিসহ তিনজনকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে ঘুমধুম সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ ঘুমধুম বিওপির টহল দল সীমান্ত পিলার ৩২ থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের নামক স্থানে অভিযান চালায়। এ সময় বাংলাদেশী মালামাল, গোল গলা গেঞ্জি, থামি কাপড়, তিনটি মোবাইল ফোন ও একটি সিএনজিসহ তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঘুমধুমের কোনার পাড়া এলাকার মৃত আকবর আলী'র ছেলে নুর মোহাম্মদ (৩৮), ঘোনারপাড়া এলাকার সৈয়দ আলম'র ছেলে মিজানুর রহমান (২২) ও মো. ইউসুফ (২৫), পিতা- বশিরাম হোসেন, ক্যাম্প-১৮, এল-১৫, বালুখালী।
অভিযান শেষে বিজিবি আটক আসামিদের চোরাচালানী মালামাল ও সিএনজিসহ আইনানুগ প্রক্রিয়ায় থানায় মামলা দায়েরপূর্বক হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযান সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও স্থিতিশীল করেছে।