ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অনুমতি ছাড়াই ব্যক্তি মালিকানাধীন টিলাবাড়ি থেকে মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার ফুলতলি বাজার সংলগ্ন কুড়াউড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।
জানা যায়, পানিউমদা ইউনিয়নের কুড়াউড়া গ্রামের উসমত উল্লার পুত্র ফুলর মিয়া কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়াই নিজ মালিকানাধীন টিলাবাড়ি থেকে মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন করছিলেন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারার অধীনে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, অনুমতি ছাড়া বালু বা মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় প্রশাসনের এ ধরনের তৎপরতায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।