
মো: শুভ ইসলাম ( গাইবান্ধা জেলা প্রতিনিধি)
গাইবান্ধায় বিদ্যুৎ বিভাগের সীমাহীন দুর্ণীতি, বিতর্কিত প্রিপেইড মিটার বাতিল, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (১২ নভেম্বর) বুধবার দুপর ১২ টার দিকে জেলা পৌর শহরের গানাসাস মার্কেটের সামনে বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আতাউর রহমান, আহব্বায়ক মাসুদুর রহমান মাসুদ, হাসান নুর, আবুল কালাম, হালিম, আবু তাহের সহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, গ্রাহকের ইচ্ছার বিরুদ্ধে এসব প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে। যার ফলে সীমাহীন ভোগান্তি বাড়ছে গ্রাহকদের। বিদ্যুৎ বিভাগের সকল দুর্ণীতির বিচার ও গাইবান্ধায় অবিলম্বে ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রবর্তিত এ প্রকল্প বাতিলসহ প্রিপেইড মিটার সংযোগ বন্ধ করে নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে। তা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেওয়া হয়।
Channel Jainta News 24 
























