
সিলেট শহরতলীর বটেশ্বর থেকে ভারতীয় পেঁয়াজের চালানসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) সকালে শাহপরাণ (রহঃ) থানাধীন বটেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামন থেকে ৬টি ডিআই পিকআপ ভর্তি ২৭০ বস্তা পেঁয়াজের চালানসহ তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃত পেঁয়াজের আনুমানিক বাজার মূল্য ১০ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বিকেলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকালে টেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে চেকপোস্ট বসিয়ে ভারতীয় বিপুল পরিমাণের পেঁয়াজের চালানসহ ৬টি ডিআই পিকআপ আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা- জৈন্তাপুর উপজেলার সারিঘাট ডুবি গ্রামের মৃত কুতুব আলীর ছেলে মামুনুর রশিদ (৩০), একই উপজেলার ২নং চাজিল ইউনিয়নের বিরাইমারা গ্রামের মোঃ সিদ্দকুর রহমানের ছেলে মোঃ আজাদ আহমেদ তাজ (২৭), শামসুল ইসলামের ছেলে রুবেল আহমেদ (২৪), মৃত মোবারক আলীর ছেলে হোসেন আহমেদ (৪৭), গোয়াইনঘাট উপজেলার ৪নং আলিরগাঁও ইউনিয়নের হাজিরাই গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে সিরাজুল ইসলাম (২২) ও একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে বাহার আহমেদ (২৮)।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
Channel Jainta News 24 





















