নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় নকলা বড় মসজিদ নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার মাদ্রাসা মাঠে মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী উপজেলা) আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনিত প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তোলেদেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমমুদুল হক দুলাল, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি খোরশেদুর রহমান প্রমুখ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক দেওয়ান সাখাওয়াত হোসেন শাহিন। এছাড়া মাদ্রাসার প্রধান, সহকারী শিক্ষক, মাদ্রাসা পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ ও বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমমুদুল হক দুলাল, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি খোরশেদুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তারসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।