বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা দলের আওতাভুক্ত, নিজপাট, জৈন্তাপুর ও দরবস্ত ইউনিয়ন ( তিন ইউনিটের) কমিটির অনুমোদন দিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক হারুনুর রশিদ সরকার ও সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম (সেনাজ)।
অনুমোদন হওয়া কমিটির মধ্যে ।
১নং নিজপাট ইউনিয়ন কমিটিতে স্থান পেলেন যারা : মোঃ দেলওয়ার হোসেন (সাগর) কে সভাপতি, ও বিলাল হোসেন (লিটন) কে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: ময়না মিয়া সিনিয়র সহ-সভাপতি, নবাব আলী, বাহার আলী, ময়নুল ইসলাম, মনির আহমদ ও বদরুল হোসেন সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আব্দুস শুকুর, প্রচার সম্পাদক মাসুক আহমদ (১), দপ্তর সম্পাদক আবুল হোসেন, অর্থ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাসুক আহমদ, প্রবাসী কল্যাণ সম্পাদক সেলিম আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক আলঙ্গীর হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, এবং মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন (১)। এছাড়া ও কমিটিতে সহ-সম্পাদক ও সদস্যসহ বিভিন্ন পদে ৬১ জন দায়িত্ব পেয়েছেন।
২নং জৈন্তাপুর ইউনিয়ন কমিটিতে স্থান পেলেন যারা: মোঃ দেলওয়ার হোসেন (দিলু) সভাপতি, আমিনুল ইসলাম (আমিন) কে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
আব্দুস সামাদ (সিনিয়র সহ-সভাপতি), আব্দুল মালিক, মুহিবুর রহমান, রফিক মিয়া, এখলাসুর রহমান, জামাল উদ্দিন, নূর উদ্দিন, ইসমাইল মিয়া, আব্দুস শুকুর, সেলিম আহমদ, মানিক মিয়া, মুজিবুর রহমান, বিলাল আহমদ ও আব্দুস শুক্কর-১ সহ-সভাপতি। জসিম উদ্দিন (সিনিয়র যুগ্ম সম্পাদক), বুরহান উদ্দিন, আব্দুল্লাহ, আবু তাহের, ইমরান আহমদ, আব্দুল মালেক, রফিকুল ইসলাম, রুবেল আহমেদ, বিলাল আহমদ ও সেলিম আহমদ যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন। এছাড়াও সুমন মিয়া সাংগঠনিক সম্পাদক এবং ওলিউর রহমান, রায়হান আহমদ, এবাদুর রহমান, রফিক মিয়া ও ফয়েজ আহমদ সহ-সাংগঠনিক সম্পাদক, তথ্য, প্রচার, ক্রীড়া, সমাজকল্যাণ, প্রবাসী,ধর্ম , শ্রম, বিজ্ঞান ও মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন সম্পাদকীয় পদেও অভিজ্ঞ নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কমিটিতে মোট ৮১ জন সদস্যর মধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রতিনিধি রাখা হয়েছে।
৪নং দরবস্ত ইউনিয়ন কমিটিতে স্থান পেলেন যারা:
হারুন রশীদকে সভাপতি, কামাল আহমেদ ) কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল মালিক (মেম্বার)। সহ-সভাপতি হয়েছেন নাসির উদ্দিন, নুর উদ্দিন, নজরুল ইসলাম, জানই মিয়া ও আব্দুল করিম। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন পারভেজ আহমদ এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন শামিম আহমদ।
এছাড়া দপ্তর সম্পাদক সুলেমান আহমদ, প্রচার সম্পাদক ইয়ামিন আহমদ, যুব, ক্রীড়া ও শিক্ষা বিষয়ক সম্পাদক জুনেদ আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা বেগম, সমাজ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেনসহ বিভিন্ন পদে মোট ৫১ জনকে রাখা হয়েছে ।
উপজেলার বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক দায়িত্বশীলরা জানিয়েছেন , এই কমিটি গুলো মুক্তিযোদ্ধাদের অধিকার সংরক্ষণ, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে নিজপাট,জৈন্তাপুর, ও দরবস্ত ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নসহ মুক্তিযোদ্ধা দলের কার্যক্রম আরও গতিশীল হবে এবং মুক্তিযোদ্ধারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখবেন।