
ডেস্ক নিউজ ::
হবিগঞ্জের লাখাইয়ে শিক্ষার মান উন্নয়ন এর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) উপজেলার সবেধন নীলমনি লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ এর উদ্যোগ এ কলেজ মিলনায়তনে এক মতবিনিময় সভা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হামজা মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন শিক্ষার্থী মিঠু আহমেদ, পবিত্র গীতা থেকে পাঠ করেন পূজা রানী দাস।
প্রভাষক আলী আজম এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় মান উন্নয়ন ও শিক্ষার বর্তমান অবস্থা বিষয়ে করনীয় নিয়ে আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, কলেজ শিক্ষক মজিবুল হক,সৈয়দ আফজাল, কৃষ্ণ মোহন বনিক,অভিভাবক গীতালি চক্রবর্তী, বদরুল আলম,আব্দুন নুর ভূইয়া, শ্রীবাস দেবনাথ, নাইমা আক্তার, হারুনুর রশীদ তালুকদার,।
সভায় বক্তাগন বলেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক দের সম্মিলিত প্রয়াসে শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব। তাই শিক্ষার্থীদের আগামীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ও দেশের উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত রাখতে হলে সকলের ঐক্য বদ্ধ প্রয়াস এর বিকল্প নেই।সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি মেধা ও মননে নীতি,নৈতিকতা ও মূল্যবোধে সমৃদ্ধ করে তুলতে উদ্যোগ গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের স্কীন আসক্তি অর্থাত স্মার্ট ফোনের ব্যবহার এর আসক্তি থেকে দূরে রাখতে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। নিয়মিত পাঠদান মনিটরিং জোরদার করার পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। সভায় বর্তমান অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হামজা মাহমুদ এর ইতিবাচক কর্মপরিকল্পনা ও কর্মকান্ডের ফলে কলেজের শিক্ষার ক্ষেত্রে গুনগত পরিবর্তন ও পরিবেশ উন্নত হওয়ায় তাঁর ভূয়সী প্রশংসা করেন অভিভাবক মন্ডলী।
Channel Jainta News 24 

























