
নবীগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোপলারবাজার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীকে শাসন করায় এক শিক্ষককে প্রকাশ্যে হাতজোড় করে মাফ চাইতে বাধ্য করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার (৩ নভেম্বর ২০২৫) সকালে।
জানা যায়, বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক মারজান আহমেদ, যিনি প্রায় পনেরো বছর ধরে ওই প্রতিষ্ঠানে কর্মরত, সেদিন অষ্টম শ্রেণির এক ছাত্রী ইংরেজি পাঠ সঠিকভাবে উপস্থাপন করতে না পারায় তাকে শাসন করেন।
বাড়িতে ফিরে ছাত্রীটি বিষয়টি তার অভিভাবককে জানালে, অভিভাবক ক্ষুব্ধ হয়ে শিক্ষকের বিচার দাবি করেন।
এ ঘটনার পর স্থানীয়ভাবে একদল মানুষ জড়ো হয়ে শিক্ষককে বিদ্যালয় থেকে বহিষ্কার বা প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তোলে।
পরে বিদ্যালয় পরিচালনা কমিটি ও এলাকার কয়েকজন রাজনৈতিক নেতার উপস্থিতিতে শিক্ষক মারজান আহমেদকে জনসমক্ষে মাফ চাইতে বলা হয়।
তিনি উপস্থিত জনতার সামনে হাতজোড় করে দুঃখ প্রকাশ করেন।
এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়।
ঘটনাটি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে।
কেন এটা নিয়ে সংবাদ প্রকাশ করা হলো এই জন্য।
একজন শিক্ষক কে এভাবে লাঞ্ছিত করেও তারা শান্ত হয়নি।
একজন শিক্ষককে এভাবে প্রকাশ্যে অপমানের ঘটনায় স্থানীয় শিক্ষিত সমাজ ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।
অনেকে বলছেন, “একজন শিক্ষককে অপমান করা মানে শিক্ষা ব্যবস্থাকে অপমান করা। দায়ীদেরও প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”
Channel Jainta News 24 

























