
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এখানে নেতার সংখ্যাও বেশী। এছাড়াও দেশে দীর্ঘদিন থেকে নির্বাচন হয়নি, তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রতিটি আসনে প্রার্থীজট দেখা দিয়েছে। সম্ভাব্য সকল প্রার্থীদের সার্বিক বিষয় বিবেচনা করে দল ইতিমধ্যে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষনা করেছে। এরই ধারাবাহিকতায় সিলেট ৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনেও অতিশীঘ্রই দল প্রার্থী ঘোষনা করবে। সে পর্যন্ত সকল নেতাকর্মীদের ধৈর্য্যের সাথে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে এখানে যারাই ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তারা সবাই আমাদের দলের নেতা। কোন অবস্থাতেই কোন প্রার্থীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা যাবে না। আমরা সবাই দলের কর্মী, কেউ দলের উর্ধ্বে নয়। দলের সিদ্ধান্ত আমাদের জন্য শিরোধার্য।
রোববার সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা, দেশনায়ক তারেক রহমান আমাদের নেতা, আমরা সবাই বিএনপির কর্মী। বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল, কোন অবস্থাতেই দলের শৃঙ্খলা ভঙ্গ করা যাবে। তাই আগামী নির্বাচনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে কাজ করতে হবে।
জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজের সঞ্চালনায় সভায় জৈন্তাপুর উপজেলার সকল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
Channel Jainta News 24 



















