
সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ভারতীয় গরু, মহিষ ও ভারতীয় অবৈধ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব মালামালের আনুমানিক সিজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা।
সোমবার (১০ নভেম্বর) ভোররাতে ১৯ বিজিবির আভিযানিক দল জৈন্তাপুর ও কানাইঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করে।
বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১০ নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে চালানো ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৫টি ভারতীয় গরু, ৪টি মহিষ ও একটি পিকআপ জব্দ করা হয়। এসবের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৪ লাখ টাকা।
অন্যদিকে, কানাইঘাট উপজেলার লোভাছড়া বিওপির টহলদল গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ১৩০ কেজি ভারতীয় পেঁয়াজ, ৫০ কেজি চিনি এবং একটি ভারতীয় মোটরসাইকেল জব্দ করে। এসব পণ্যের সিজারমূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার ৯০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, দুই অভিযানে জব্দকৃত মালামালের মোট মূল্য দাঁড়িয়েছে ৩৫ লাখ ৪০ হাজার ৯০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, ‘সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে এবং নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।’
Channel Jainta News 24 





















