
গোলাপগঞ্জ পৌরসভা ০২নং ওয়ার্ড জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে খেজুর গাছ মার্কার সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (০৮ নভেম্বর) গোলাপগঞ্জ পৌরসভা ০২নং ওয়ার্ড জমিয়তের সভাপতি হাজী শামসুল হক এর বাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ পৌরসভা ০২নং ওয়ার্ড জমিয়তের সভাপতি হাজী শামসুল হক এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর জমিয়তের যুব বিষয়ক সম্পাদক মাওলানা খালেদ আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের যুগ্ম সম্পাদক ও পৌর জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গফফার,শ্রমিক জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল কাদির জাকির।
এছাড়াও বক্তব্য রাখেন সিলেট জেলা যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা জিল্লুর রহমান,হযরত আয়েশা সিদ্দীকা (রা.) রুপশাইল মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা জালাল উদ্দিন, মাওলানা হুসাইন আহমদ,আনা মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন,আমাকে উলামায়ে কেরাম জনগণের খেদমতের জন্য পাঠিয়েছেন। আমি জীবনের সর্বোচ্চ দিয়ে জনগণের কল্যাণে,এলাকার সার্বিক উন্নয়নে এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই। ইসলামপ্রিয় জনগণ যদি খেজুর গাছ মার্কায় আমাকে ভোট দিয়ে সুযোগ দেন, ইনশাআল্লাহ আমি তাদের ভালোবাসার ঋণ উন্নয়নের মাধ্যমে পরিশোধ করবো।
তিনি আরও বলেন,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ন্যায়,আদর্শ ও আমানতের রাজনীতি করে। আমরা কখনো ব্যক্তিস্বার্থে নয়,জনগণের সেবা ও ইসলামি আদর্শ বাস্তবায়নে রাজনীতি করি। দেশের চলমান সংকটে ইসলামপ্রিয় জনগণের ঐক্যই হতে পারে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি।
বক্তারা বলেন,হাফিজ মাওলানা ফখরুল ইসলাম একজন যোগ্য, সৎ ও ত্যাগী আলেম। জনগণের ভালোবাসা ও আস্থা নিয়েই তিনি সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিজয়ী হবেন ইনশাআল্লাহ।
উঠান বৈঠকে এলাকাবাসীর উপস্থিতি ছিলো প্রাণবন্ত ও উৎসাহব্যঞ্জক।বিজ্ঞপ্তি।
Channel Jainta News 24 



















