ঢাকা ১০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জ মহাসড়কে যত্রতত্র গাড়ি পার্কিং: বাড়ছে সড়ক দুর্ঘটনা ও জনদুর্ভোগ

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৩:৩৬:২০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ২৫ পড়া হয়েছে
১৩

ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ,সিলেট

সিলেটের কোম্পানীগঞ্জ মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। পর্যটননির্ভর এই অঞ্চলে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে পর্যটকবাহী গাড়ির চাপ থাকে, ফলে সড়কটি সারাদিনই থাকে ব্যস্ত। তার ওপর মহাসড়কের বিভিন্ন স্থানে যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখায় দুর্ঘটনার ঝুঁকি ভয়াবহভাবে বেড়েছে।

 

স্থানীয়দের অভিযোগ, রাস্তার উপর ইচ্ছেমতো গাড়ি রেখে রাখার প্রবণতাই দুর্ঘটনার মূল কারণ। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে সংঘটিত দুর্ঘটনার প্রায় ৭৫ শতাংশই হয়েছে রাস্তার ওপর পার্কিংয়ের কারণে।

 

রাস্তা পার হওয়ার সময় কিংবা শাখা রোড থেকে মূল রোডে উঠার সময় পার্কিংকৃত ট্রাকের কারণে দৃশ্যমানতা বাধাগ্রস্ত হয়, ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিশেষ করে উপজেলা পরিষদের গেইট থেকে লাচুখাল বাজার পর্যন্ত রাস্তার দুই পাশে ট্রাকের সারি দীর্ঘদিন ধরেই জনদুর্ভোগ সৃষ্টি করছে।

 

এ বিষয়ে স্থানীয়রা জানান, “চকবাজার, সাকেরা ও টুকেরবাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার যত্রতত্র পার্কিং আরও বিশৃঙ্খলা তৈরি করছে। মাঝে মধ্যে পুলিশকে দেখা যায়, তবে স্থায়ী সমাধান মিলছে না।”

 

কোম্পানীগঞ্জ থানার ট্রাফিক সার্জেন্ট পাংকু তালুকদার বলেন,আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং চালকদের পার্কিং এরিয়ায় গাড়ি রাখতে অনুরোধ জানাচ্ছি।”অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার জানান,

আমি নিজেও অভিযানে গিয়ে পার্কিং সমস্যা দেখেছি। উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নিয়ে শিগগিরই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সাধারণ মানুষের দাবি—প্রশাসন ও ট্রাফিক বিভাগের আরও সক্রিয় ভূমিকা ছাড়া মহাসড়কের এই বিশৃঙ্খলা ও দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব রহ. এর ঈসালে সাওয়াব মাহফিল ২৫ ডিসেম্বর

Follow for More!

কোম্পানীগঞ্জ মহাসড়কে যত্রতত্র গাড়ি পার্কিং: বাড়ছে সড়ক দুর্ঘটনা ও জনদুর্ভোগ

প্রকাশিত: ০৩:৩৬:২০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
১৩

ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ,সিলেট

সিলেটের কোম্পানীগঞ্জ মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। পর্যটননির্ভর এই অঞ্চলে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে পর্যটকবাহী গাড়ির চাপ থাকে, ফলে সড়কটি সারাদিনই থাকে ব্যস্ত। তার ওপর মহাসড়কের বিভিন্ন স্থানে যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখায় দুর্ঘটনার ঝুঁকি ভয়াবহভাবে বেড়েছে।

 

স্থানীয়দের অভিযোগ, রাস্তার উপর ইচ্ছেমতো গাড়ি রেখে রাখার প্রবণতাই দুর্ঘটনার মূল কারণ। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে সংঘটিত দুর্ঘটনার প্রায় ৭৫ শতাংশই হয়েছে রাস্তার ওপর পার্কিংয়ের কারণে।

 

রাস্তা পার হওয়ার সময় কিংবা শাখা রোড থেকে মূল রোডে উঠার সময় পার্কিংকৃত ট্রাকের কারণে দৃশ্যমানতা বাধাগ্রস্ত হয়, ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিশেষ করে উপজেলা পরিষদের গেইট থেকে লাচুখাল বাজার পর্যন্ত রাস্তার দুই পাশে ট্রাকের সারি দীর্ঘদিন ধরেই জনদুর্ভোগ সৃষ্টি করছে।

 

এ বিষয়ে স্থানীয়রা জানান, “চকবাজার, সাকেরা ও টুকেরবাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার যত্রতত্র পার্কিং আরও বিশৃঙ্খলা তৈরি করছে। মাঝে মধ্যে পুলিশকে দেখা যায়, তবে স্থায়ী সমাধান মিলছে না।”

 

কোম্পানীগঞ্জ থানার ট্রাফিক সার্জেন্ট পাংকু তালুকদার বলেন,আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং চালকদের পার্কিং এরিয়ায় গাড়ি রাখতে অনুরোধ জানাচ্ছি।”অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার জানান,

আমি নিজেও অভিযানে গিয়ে পার্কিং সমস্যা দেখেছি। উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নিয়ে শিগগিরই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সাধারণ মানুষের দাবি—প্রশাসন ও ট্রাফিক বিভাগের আরও সক্রিয় ভূমিকা ছাড়া মহাসড়কের এই বিশৃঙ্খলা ও দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়।