
বিয়ানীবাজার প্রতিনিধি:
সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বইছে নির্বাচনী উত্তাপ। এ আসনে বিএনপি, জামায়াত ও জমিয়তের সম্ভাব্য প্রার্থীদের কারণে দেখা দিয়েছে ত্রিমুখী লড়াইয়ের আভাস।
দীর্ঘদিন ধরেই এ আসনটি ছিল আওয়ামীলীগের। ৫ ই আগষ্টের পর আওয়ামিলীগ সরকার পতনের পর বিএনপি নেতৃত্বাধীন জোটের একটি শক্ত ঘাঁটি। তবে এবার শরিক দল জমিয়তও স্বতন্ত্রভাবে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেওয়ায় ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। জামায়াত ইতিমধ্যে একক প্রার্থী ঘোষনা করে গ্রামগঞ্জে আনাচেকানাছে চালাচ্ছে প্রচারনা।
বিএনপি তাদের পুরনো ভোট ব্যাংক ধরে রাখতে মাঠে তৎপর, অন্যদিকে জামায়াত সংগঠনের নেটওয়ার্ক কাজে লাগিয়ে বিগত স্থানীয় নির্বাচনের নিজেদের দলের প্রার্থীদের জয়ী করে অবস্থান সুদৃড় করতে চায় এই আসন। জমিয়তও আলেম সমাজ ও ধর্মভিত্তিক ভোটারদের সমর্থনকে টার্গেট করে মাঠে নেমেছে। ইতিমধ্যে জমিয়তের প্রার্থী মাওলানা ফখরুল ইসলাম সামাজিক ও উন্নয়নমূলক কাজ দিয়ে বেশ আলোচনায় পঞ্চমূখর সাধারণ মানুষের কাছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শেষ পর্যন্ত বিএনপির শরীক দল জমিয়ত একক প্রার্থী দিলে তিন দলের এই প্রতিদ্বন্দ্বিতায় ভোট বিভাজনের সম্ভাবনা বেড়ে গেছে। এতে যে কোনো পক্ষের জয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। স্থানীয় পর্যায়ে এখন থেকেই শুরু হয়েছে কর্মী সমাবেশ, যোগাযোগ ও প্রার্থীদের পরিচিতি কার্যক্রম।
বিয়ানীবাজার-গোলাপগঞ্জের সাধারণ ভোটারদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা— বিএনপি শরিকদল জমিয়ত শেষ পর্যন্ত কি থাকবে একক প্রার্থী? কে হতে যাচ্ছেন আগামী নির্বাচনে সিলেট-৬ আসনের চূড়ান্ত বিজয়ী? সময়ই দেবে সেই উত্তর।